শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের কুস্তি দলকে ভিসা দেয়নি ভারত, তবে পাকিস্তানকে দেয়ার চেষ্টা চলছে

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয়। তার ছায়া পড়লো আসন্ন এশীয় চ্যাম্পিয়নশিপের উপরে। আজ (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় কোনো চীনা অ্যাথলিটকেই লড়তে দেখা যাবে না। সর্বভারতীয় ভারোত্তোলন সংস্থার সহ-সচিব বিনোদ টোমার সোমবার জানিয়ে দিয়েছেন, চীন ছাড়া সব দেশই আসছে। চীনের ৪০ জন প্রতিযোগীকে ভিসা দেয়নি সরকার।

কুস্তিতে চীন প্রচণ্ড শক্তিশালী দল। তারা না থাকায় বজরং পুনিয়া, রবি দাহিয়া, বিনেশ ফোগত, দীপক পুনিয়াদের পদক জিততে সুবিধা হবে। এদিন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সর্বভারতীয় সংস্থার সহ-সচিব বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে ভাবাটা সবার আগে প্রধান্য পাবে। সেটাই করেছে কেন্দ্রীয় সরকার। তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। সে জন্যই ভিসা দেয়া হয়নি বলে জেনেছি।’

চীনা কুস্তিগিরদের ভারতে আসার ভিসা না দেয়ায় তার কোনো নেতিবাচক প্রভাব কি পড়তে পারে? টোমার বলেন, ‘এটা কোনো বিষয় হতে পারে না। বিশ্বের বহু দেশেই এর প্রভাব পড়েছে। শুধু আমাদের এখানেই নয়, বহু দেশেই চীনের দলকে ভিসা দেয়া হচ্ছে না। অনেক দেশ তো প্রতিযোগিতার আয়োজনই করতে চাইছে না। এটা তো খেলোয়াড়দের করোনাভাইরাস থেকে মুক্ত রাখার চেষ্টা। তাদের সুস্থ রাখার কথাটা সবাই ভাবছে।’

তিনি আরো জানিয়ে দেন, ‘পাকিস্তানের কুস্তিগিররা যাতে ভারতে আসতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু চীনের বিষয়টি আলাদা। এটা খেলোয়াড়দের স্বাস্থ্যের ব্যাপার। তারা কোনো সমস্যায় পড়ুক সেটা কেউই চাইবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়