শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যালারিতে এক হাতে ক্যাচ নিয়ে কোটিপতি দর্শক

এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে হয়েছে রানের বন্যা। নিউল্যান্ডসে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার ম্যাচে রান হয়েছে মোট ৪৪৯। ৪০ চারের সঙ্গে ২৫ ছক্কা হাঁকান দুই দলের ক্রিকেটাররা। রায়ান রিকেলটনের ঝোড়ো ইনিংসে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ১৫ রানে। 

কেপটাউনের ভেন্যুতে ডারবানের দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেটে ২১৭ রানে থামে কেপটাউন। 

৬৫ বলে ১১৩ রান করেন রিকেলটন। ৫ চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে একটি ছয় ভাগ্য বদলে দিয়েছে এক দর্শকের। ১৩তম ওভারের চতুর্থ বলে রিকেলটনের বিধ্বংসী শটে গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন ওই দর্শক। 

এসএ টোয়েন্টি টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে একহাতে পরিষ্কার ক্যাচ ধরতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ র‍্যান্ড।

যার ফলে এক হাতে ক্যাচ নিয়ে ২০ লাখ র‌্যান্ডের মালিক বনে গেছেন সেই দর্শক। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়