শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ

হবিগঞ্জের মাধবপুরে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির ওয়াজ মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন। মাহফিল বন্ধ করায় আয়োজক কমিটি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি না নেওয়ায় মাহফিল স্থগিত করা হয়েছে। 

এর আগে গত ২৭ ডিসেম্বর মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে হজরত হাবিব শাহ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে একটি সুন্নি মহা সম্মেলন ও ওয়াজ মাহফিল হওয়ার তারিখ ঠিক করা হয়েছিল।

মাহফিলে প্রধান অতিথি ও বক্তা ছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি পদপ্রার্থী।

মাহফিল পরিচালনা কমিটির সদস্য ফারুক মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আমাদের পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমরা বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির মুখে পড়েছি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, জেলায় যেকোনো মাহফিল ও ওরস করতে হলে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু ওই মাহফিলের জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি।

তিনি বলেন, ইতিমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যেহেতু মুফতি গিয়াস উদ্দিন তাহেরি এমপি পদপ্রার্থী, তাই তিনি ভোটের আগে ওয়াজ-মাহফিল করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের আশঙ্কা থাকে। তাই মাহফিলটি স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়