শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, অবৈধ অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতসহ ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত এক চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। 

নির্বাচন পরিচালনার জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। 

ইসির চিঠিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন গণভোট ও জাতীয় সংসদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী আসনে অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে অগ্রিম বাজেট প্রণয়ন, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত বাস্তবায়ন করা প্রয়োজন।

এছাড়া, পোস্টাল ব্যালট পরিবহন ও সংরক্ষণ স্থানের নিরাপত্তা, ভুল তথ্য ও অপতথ্য বিস্তার রোধ, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বাংলাদেশে আগমন উপলক্ষে ক্লিয়ারেন্স দেওয়া ও তাদের নিরাপত্তাও বাস্তবায়ন করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বলা হয়, নির্বাচনী মালামাল পরিবহন, সংরক্ষণ ও বিতরণে নিরাপত্তা বিধান, রিটার্নিং অফিসারের কার্যালয় ও মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ও নির্বাচনের কয়েকদিন আগ থেকে নির্বাচনী এলাকায় সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়