মাসুদ রানা : যতোদিন পর্যন্ত বাঙালির ভাষা-শহীদ দিবস ৮ ফাল্গুনে পালিত না হয়ে ২১ ফেব্রুয়ারিতে পালিত হতে থাকবে, ততোদিন পর্যন্ত বাঙালির প্রকৃত গৌরবের যেমন কিছু নেই, প্রকৃত আশারও তেমন কিছু নেই। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে যে শহীদ দিবস তৈরি হলো, তাকে বাংলা পঞ্জিকায় চিহ্নিত ও পালিত না করে ইউরোপীয় পঞ্জিকায় চিহ্নিত ও পালিত করার মানে বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করা।
আজকের যুগে যে জাতি-সচেতন, ভাষা-সচেতন, সংস্কৃতি-সচেতন, ইতিহাস-সচেতন ও সর্বোপরি বিশ্ব-সচেতন বাঙালি, তাকে তার জাতির ভাষা-শহীদ দিবস ২১ ফেব্রুয়ারিতে ৮ ফাল্গুণ চিহ্নিত করে পালন করতে হবে। ১২/০২/২০২০, ল-ন, ইংল্যা-