আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: বিশ্ব ভালোবাসা দিবস কেন্দ্র করে নতুন বিবাহের আয়োজন চলছিল ঝাঁকঝমকপূর্ণ ভাবে। তাদের ভাগ্যে এই কান্ড ঘটবে অজানা ছিল। বাল্য বিবাহ বন্ধের ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা উঠে।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের রহমতপুর গ্রামের একটি বাল্য বিয়ে বন্ধ করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।
গারাইকুটি গ্রামের আব্দুল গফুরের ছেলে রিপন (১৬) ও খাগডহর ইউনিয়নের রহমতপুর গ্রামের বাবুল মিয়ার কন্যা মুন্নি আক্তার (১৪) বিয়ের আয়োজন চলছিল। সেখানে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন এবং ঐ পরিবারকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিভাগীয় কমিশনার ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত বিভাগ ঘোষণা করেছেন। সম্পাদানা : রাকিবুল