মিনহাজুল আবেদীন: শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে ‘নারীর লেখার স্বীকৃতি’ টকশোতে একথা বলেন তিনি। পাপড়ি বলেন, লেখালেখির ক্ষেত্রে একজন পুরুষ স্বাধীন কিন্তু একজন নারীকে বিভিন্ন বাধা বিপত্তির স্বীকার হতে হয়। কখন পুরুষ দ্বারা আবার কখনও বা নারীকে নারী দ্বারা বৈষম্যের মধ্যে পড়তে হয়।
তিনি বলেন, শুধুমাত্র লেখালেখির ক্ষেত্রেই নয়, নারী সব জায়গাতেই লাঞ্ছনার শিকার হয়। তবে এটা সামাজিক অবক্ষয়ের কারণ হিসাবে দাঁড়িয়েছে। নারীকে সমাজের একটা অংশ থেকে বাদ দেয়ার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারীকে অস্বীকৃতি দেয়ার বিষয়টা মানুষের মন এবং সমাজ থেকে বাদ দিতে হবে। তবে সকল বিষয়ে নারীর অধিকার এবং সম্মান রক্ষায় রাষ্ট্রকে পাশে থাকতে হবে। সম্পাদনা: রাশিদ