শাহনাজ বেগম : শনিবার কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় এসে এমনটাই দাবি করে অপর্ণা সেন বলেন, ভারতের নাগরিক আগের চেয়ে আরও বেশি সচেতন এবং তত্ত¡াবধায়ক হয়েছেন। তাদের এ আন্দোলন ভবিষ্যতের জন্য অনেক বড় নিদর্শন। এনডিটিভি
বিজেপি বরাবরই দাবি করে এসেছে যে, সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ভোট দিয়ে জিতিয়ে এনেছে এবং মানুষের প্রত্যাশা মেটাতে নাগরিকত্ব আইনে সংশোধিত আনা হয়েছে। বিজেপির এমন দাবির বিরোধিতা করে অপর্ণা সেন প্রশ্ন তোলেন, ভারতে ১৩০ কোটি নাগরিকের মধ্যে কত শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে ? ভারতীয় নির্বাচনী ব্যবস্থায় সব ভোট একজনের জন্য না।
ভারতীয় গণতন্ত্রের একটা অংশ মনে করেন এই দেশ ধর্মনিরপেক্ষ। আবার একটা অংশ ভেবে নিয়েছে মুসলিমদের নিজস্ব দেশ আছে। কিন্তু হিন্দুদের নেই। এই অংশকে হাতিয়ার হিসেবে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি। সংশোধিত নাগরিক আইনের প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের আগুন জ্বলছে এবং একাধিক মেট্রো শহরে সেই প্রতিবাদের আঁচ গিয়ে পৌঁছেছে। এ নিয়ে দেশব্যাপী যে প্রতিবাদ চলছে তা এক মাস গড়িয়ে গেছে। এখনও শাহিনবাগ, পার্ক সার্কাসের মতো জায়গায় ধিকিধিকি জ্বলছে সেই আগুন। সম্পাদনা : রাশিদুল