শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে সেরা স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা, মনে করছেন সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ৭ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিদে অনুষ্ঠিত এই টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দল টেস্টের সেরা দল বলে মনে করছেন সাবেক ক্রিকেটাররা। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ব্যাকফুটেই রাখছেন তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে সামর্থ্যের সেরাটা উজাড় করে খেলবে ক্রিকেটাররা, প্রত্যাশা তাদের।

টেস্ট ক্রিকেটে প্রায় দুই দশক হলেও সাফল্যের খাতা এখনো অনেক পিছিয়ে। এই সিরিজে ভালো করবে বাংলাদেশ মনে করছেন সাবেক ক্রিকেটাররা। তবে নিরাপত্তার কারণে পরিবাবের নিষেধাজ্ঞা থাকায় এই সিরিজে নিজের নাম তুলে নেয়া মুশফিকুর রহিমকে মিস করবেন তারা।

সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ বাহুল বলেন, টেস্টে মুশফিকুর রহিমকে বেশি মিস করবো। তবে সুখবর তামিম রানে ফিরেছেন। সেই সাথে তরুণ ক্রিকেটাররা যদি সাপোর্ট দেন তাহলে ভালো কিছু হবে।

আরেক সাবেক ক্রিকেটার তারেক আজিজ খা বলেন, এখানে এবাদত কয়টা ম্যাচ খেলেছেন, রাহী কয়টা ম্যাচ খেলেছেন সে জায়গায় আমাদের অনেক লেক পয়েন্ট রয়েছে। তবে এর থেকে রেটার রিসোর্স আমাদের হাতেও নেই।

পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজ হওয়ায় টেস্ট প্রতি পয়েন্ট থাকবে ৬০। ড্র করলে টাইগারদের ভাগে জুটবে ৩০ পয়েন্ট। সেজন্যও রাওয়ালপিন্ডির বাউন্সি উইকেটে পাকিস্তানি পেসারদের আগুনে গতির মোকাবিলা করতে হবে তামিম-শান্তদের। পাশাপাশি বল হাতে রুবেল-রাহিদের তুলতে হবে ২০ উইকেট।

এই প্রত্যয় নিয়ে মঙ্গলবার টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় টেস্ট খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়