শিরোনাম
◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস ◈ যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন ◈ ডিসেম্বরে এক দিন নিলেই টানা ৪ দিন ছুটি, নভেম্বরে কত দিন? ◈ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৩ ◈ ইভিএম বাতিল, প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক ◈ সালমান শাহ হত্যা মামলা, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ গাজীপুরে কিশোরী ধর্ষণ: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শায়খ আহমাদুল্লাহর, প্রেমের সম্পর্ক দেখিয়ে ঘটনা হালকা করার অভিযোগ ◈ ‘নীরব কিন্তু উদাসীন নয়’: কেন ভারতের জেন-জি তরুণরা রাস্তায় নামছে না

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ডা. সাজেদুল হক রুবেলকে কাস্তে মার্কায় ভোট দিন

মঞ্জুরে খোদা টরিক : নির্বাচন নিয়ে অনেক কথা আছে। অনেকেই বলছেন, এ নির্বাচন একটি আনুষ্ঠানিকতা বা গেজেট প্রকাশের আয়োজন ছাড়া কিছুই নয়। আমার ছাত্র আন্দোলনের সহকর্মী ছাত্রনেতা রুবেল কমিউনিস্ট পার্টি থেকে এই নির্বাচন করছে। ভোটারদের বলি, যদি ভোট হয়, যদি ভোট দিতেই যানÑ তাহলে বিবেককে প্রশ্ন করুন, কাকে ভোট দেবেন? নিজের বিবেকের সঙ্গে প্রতারণা করবেন না। আপনারা যারা সবসময় বলেন এ দেশে কিছু হবে না, সবাইকে চেনা আছে, সবাইকে দেখেছি, সবাই একÑ তাদের সে বিদ্যাবদ্ধ ধারণাকে চ্যালেঞ্জ করতেই ড. সাজেদুল হক রুবেল নির্বাচনে দাঁড়িয়েছেন। তাকে আমি চিনি অনেকদিন। বলা যায়, আমি এখন তার কাছে, তার মায়ের কাছে কাঠগড়ার এক আসামি। তার ভবিষ্যৎ নষ্ট করেছি বলে তার মা’র সামনে আমাকে অনেকদিন মাথা নিচু করে থাকতে হয়েছে। তার মা আমাকে অনেকবার ফোন করেছে, তাদের মিরপুরের বাসায় অনেকবার আমাকে জরুরি তলব করেছে। রুবেল উচ্ছন্নে গেছে, বখে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমরাই এর জন্য দায়ী।

আমার ছেলেকে তোমরা ফেরত দাও। আমি কোনো জবাব দিতে পারিনি। রুবেল ততোদিনে মায়ের আঁচল থেকে, মিরপুরের নিজেদের অট্টালিকা ছেড়ে স্থায়ী ঠিকানা করে নিয়েছে ঢাকার পথ-ঘাট, শিল্পাঞ্চল, বস্তিসহ নগরের সর্বত্রই । রুবেল এক রোমান্টিক বিপ্লবী, সে মাকে শিস দিয়ে গান শুনিয়ে যায়, ‘পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়...। এমন উচ্ছন্নে যাওয়া সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা যুবকই আমাদের বড় প্রয়োজন। এমন কয়েক ডজন রুবেল পেলে আমি নিশ্চিত সমাজ ফিরে পেতো তাদের স্বপ্নের ঠিকানা। লোভী, সুবিধাবাদী, নীতি-আদর্শহীন, লড়াই-সংগ্রামের অভিজ্ঞতাহীন, বরপ্রাপ্ত, উত্তরাধিরের দাবি নিয়ে আসা নির্লজ্জ প্রার্থীরা ভোট চাইতে আসতো না। আমাদের সমাজের চোখে এই বখে যাওয়া, উচ্ছন্নে যাওয়া ছেলেই রুবেল। ডাক্তার হয়েছিস, মনোযোগ দিয়ে প্র্যাকটিস কর, রোগীর কাছ থেকে পাঁচশ-হাজার টাকা ফি নে। বড় বড় হাসপাতাল-কোম্পানি থেকে কমিশন নে। দামি গাড়ি হাঁকা, বড়দল কর, পার্টি-ফাংশনে যা, দেশ-বিদেশ ঘোর, তা না মেহনতী মানুষের রাজনীতি করছে? দুই পয়সার গরিবের ডাক্তার হয়েছে। তোমাকে কেউ ভোট দেবে? সেটাই হবে আমাদের বিবেকের পরীক্ষা। নিজের সন্তান-প্রিয়জন অসুস্থ হলে দেশ-বিদেশে কোথায় ভালো ডাক্তার, ভালো চিকিৎসা আছে যেমন খুঁজে নেন, সিটি নির্বাচনেও একজন আদর্শবান, পরীক্ষিত প্রার্থীকেও আপনাদের বেছে নিতে হবে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে ডা. সাজেদুল হক রুবেলকে কাস্তে মার্কায় ভোট দিন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়