নিজস্ব প্রতিবেদক : ভারতের জনপ্রিয় ঘরোয়া লিগ আইপিএলি ডাক পেয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা ফিজিও মারিও ভিল্লাভারায়ন বিসিবির কাছে অব্যাহতি চেয়েছেন। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে কাজ করায় ভালোই অভিজ্ঞতা হয়েছে তার। তবে আইপিএলে ডাক পেয়ে বিসিবি থেকে সরে যেতে চান তিনি।
গতকাল নিজের পদত্যাগপত্র বিসিবির কাছে দাখিল করেন মারিও ভিল্লাভারায়ন। ২০১৪ সাল থেকে বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন তিনি। জানা গেছে, আইপিএলের একটি স্বনামধন্য দলের সাথে কাজ করার প্রস্তাব পেয়েছেন এই অভিজ্ঞ ট্রেনার।
চলতি মাসেই বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল, তবে মারিও দলের সাথে এই সফরে যাননি। তার না যাওয়ার কারণ তখন পরিস্কারভাবে জানা না গেলেও এখন অনুমান করা হচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছেন বলেই পাকিস্তান সফরের প্রথম দফায় কাজ করেননি মারিও।