শিরোনাম

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তামিম, মুশফিক ও রিয়াদের পাশে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক : বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা রয়েছেন সেটি প্রকাশ করা হবে আর কয়েকদিন পরেই। তবে এবার ক্রিকেটারদের চুক্তিবদ্ধ রাখা হবে ফরম্যাট অনুযায়ী। আর সেটিতে দলের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের পাশে থাকতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান।

বিসিবির বোর্ড সভা শেষে সবার আগ্রহ বেড়েছে কারা থাকছেন এ বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকায়। গত বছর ম্যাচ পাতানোর অভিযোগ লুকানোর কারণে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। যার কারণে বিসিবির চুক্তিতে না থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে খেলা চালিয়ে যেতে চান মাশরাফি। যার কারণে চুক্তিতে তার নাম থাকার সম্ভবনা থাকলেও নিজে থেকেই নাম প্রত্যাহার করতে বিসিবিকে অনুরোধ করেছেন দলের এই ওয়ানডে অধিনায়ক।

তবে গুঞ্জন রয়েছে কেন্দ্রীয় চুক্তিতে তিন সিনিয়র ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ ও তামিমের ক্যাটাগরিতে থাকবেন মুস্তাফিজ। পাকিস্তান সফরে যাওয়ার আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, তালিকা তৈরি হয়েছে। আমরা বোর্ডে জমা দিয়েছি। বোর্ড অনুমোদন দিলে আপনারা জানতে পারবেন।
বিসিবি এবার ক্রিকেটারদের চুক্তিবদ্ধ করাবে ফরম্যাট অনুযায়ী। কাউকে এক ফরম্যাট কিংবা দুই ফরম্যাট অথবা তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করবে বিসিবি। আর তিন ফরম্যাটে নিয়মিত মুখ তামিম, মুশফিক ও রিয়াদ। তাদের সঙ্গে যোগ হচ্ছেন মুস্তাফিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলের নিয়মিত মুখ হলেও টেস্টে অনিয়মিত তিনি। সর্বশেষ সিরিজেও একাদশে জায়গা হয়নি মুস্তাফিজের।

এই চার ক্রিকেটারের সঙ্গে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন মোহাম্মদ মিঠুনও। সবমিলিয়ে এবারের চুক্তিতে থাকবেন ১৬ ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়