শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বিমানবন্দর ও উত্তরায় পৃথক অভিযানে ১ হাজার ৬৭২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

মাসুদ আলম : বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিমানবন্দর গোলচত্তর এলাকার ওয়ান্ডার ইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক তল্লাশি চালিয়ে ১ হজার ১৭২ বোতল ফেন্সিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব-১। এসময় ট্রাক চালক আব্দুস সালাম ও হেলপার মুকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.কামরুজ্জামান বলেন, আব্দুস সালাম জিজ্ঞাসাবাদে জানায় সে কুষ্টিয়া জেলার জনৈক এক মাদক ব্যবসায়ীর মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। আটক ট্রাকটি তার নিজের। মাদক ব্যবসার জন্য সে ট্রাকটি ক্রয় করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পণ্য পরিবহনের আড়ালে ট্রাকে বিশেষ কৌশলে মাদকদ্রব্য রাজধানী নিয়ে আসতো। মাদক ব্যবসায়ীরা চালান প্রতি তাকে ৪০-৪৫ হাজার টাকা দিতো। মুকুল তার সহযোগী হিসেবে কাজ করে। মাদক ব্যবসায়ীরা চালান প্রতি তাকে ২০-২৫ হাজার টাকা দিতো।

একই দিন সকালে উত্তরা পূর্ব থানার প্রিমিয়াম ব্যাংকের সামনে অপর আরেকটি ট্রাক তল্লাশি চালিয়ে ৫শ বোতল ফেন্সিডিল ও ১৩শ টাকাসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় ট্রাক চালক। সালামের মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদকের চালান প্রতি তাকে ৩৫-৪০ হাজার টাকা দিতো। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে আরো জানায় কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ফেন্সিডিল নিয়ে আসে। পরে ট্রাকে করে রাজধানীতে নিয়ে আসে এবং সিন্ডিকেটের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়