শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের হুমকি তামিম-রিয়াদ-ফিজ, বললেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তিন ভাগের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম সিরিজ খেলতে গেলো বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। এই সিরিজে বাংলাদেশের তিন ক্রিকেটারকে পাকিস্তানের জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা।

পাকিস্তান জাতীয় দলকে অবশ্যই ওপেনার তামিম ইকবাল, অধিনায়ক মাহমুদউল্লা রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ নজর রাখতে হবে বলে জানান রমিজ।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ পাকিস্তানের কঠিন পরীক্ষা নিতে পারে। এই তিনজনের প্রতি আমাদের নজর রাখতে হবে।’

মোস্তাফিজ সম্পর্কে আলাদাভাবে জানাতে গিয়ে তিনি বলেন, ‘ফিজ নামে পরিচিত মোস্তাফিজ। সে তরুণ ও কর্মঠ। তার ওয়ানডেতে অসাধারণ কীর্তি রয়েছে। বোলিংয়ে গতি পরিবর্তন করতে পারে সে। পেসের কারণে তার সিম আপ ডেলিভারিগুলো আরো কঠিন হয়ে যায়। তার বাঁহাতি অ্যাঙ্গেলগুলো তাকে আরও সাহায্য করে। একজন বোলার হিসেবে সে পূর্ণ প্যাকেজ। বাংলাদেশের সুযোগ তৈরিতে তার ভূমিকা থাকবে।’

ড্যাশিং ওপেনার তামিমকে নিয়ে রজিম বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ ও স্পিন বলে দারুণ। যখন সে আক্রমণ তখন দারুণ দেখায়। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সে তার দলকে ভালো শুরু এনে দেয়। একবার সে শুরু করলে বিপদে পড়তে পারে পাকিস্তান।’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় নেতৃত্বে পাওয়া মাহমুদউল্লাহ প্রসঙ্গে রমিজ বলেন, ‘মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্ব বহন করে। নেতৃত্ব ছাড়াও দলের মিডলঅর্ডারে তার দারুণ প্রভাব রয়েছে। অধিনায়কত্বের কারণে অনেক সময় ভালো পারফরম্যান্স দেখা যায়। আমার মনে হয় আমরা তার কাছ থেকে এমন কিছু দেখার আশা করতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়