শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের হুমকি তামিম-রিয়াদ-ফিজ, বললেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তিন ভাগের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম সিরিজ খেলতে গেলো বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। এই সিরিজে বাংলাদেশের তিন ক্রিকেটারকে পাকিস্তানের জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা।

পাকিস্তান জাতীয় দলকে অবশ্যই ওপেনার তামিম ইকবাল, অধিনায়ক মাহমুদউল্লা রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ নজর রাখতে হবে বলে জানান রমিজ।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ পাকিস্তানের কঠিন পরীক্ষা নিতে পারে। এই তিনজনের প্রতি আমাদের নজর রাখতে হবে।’

মোস্তাফিজ সম্পর্কে আলাদাভাবে জানাতে গিয়ে তিনি বলেন, ‘ফিজ নামে পরিচিত মোস্তাফিজ। সে তরুণ ও কর্মঠ। তার ওয়ানডেতে অসাধারণ কীর্তি রয়েছে। বোলিংয়ে গতি পরিবর্তন করতে পারে সে। পেসের কারণে তার সিম আপ ডেলিভারিগুলো আরো কঠিন হয়ে যায়। তার বাঁহাতি অ্যাঙ্গেলগুলো তাকে আরও সাহায্য করে। একজন বোলার হিসেবে সে পূর্ণ প্যাকেজ। বাংলাদেশের সুযোগ তৈরিতে তার ভূমিকা থাকবে।’

ড্যাশিং ওপেনার তামিমকে নিয়ে রজিম বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ ও স্পিন বলে দারুণ। যখন সে আক্রমণ তখন দারুণ দেখায়। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সে তার দলকে ভালো শুরু এনে দেয়। একবার সে শুরু করলে বিপদে পড়তে পারে পাকিস্তান।’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় নেতৃত্বে পাওয়া মাহমুদউল্লাহ প্রসঙ্গে রমিজ বলেন, ‘মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্ব বহন করে। নেতৃত্ব ছাড়াও দলের মিডলঅর্ডারে তার দারুণ প্রভাব রয়েছে। অধিনায়কত্বের কারণে অনেক সময় ভালো পারফরম্যান্স দেখা যায়। আমার মনে হয় আমরা তার কাছ থেকে এমন কিছু দেখার আশা করতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়