শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের হুমকি তামিম-রিয়াদ-ফিজ, বললেন রমিজ রাজা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তিন ভাগের পূর্ণাঙ্গ সিরিজের প্রথম সিরিজ খেলতে গেলো বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। এই সিরিজে বাংলাদেশের তিন ক্রিকেটারকে পাকিস্তানের জন্য হুমকি হিসেবে দেখছেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক অধিনায়ক রমিজ রাজা।

পাকিস্তান জাতীয় দলকে অবশ্যই ওপেনার তামিম ইকবাল, অধিনায়ক মাহমুদউল্লা রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ নজর রাখতে হবে বলে জানান রমিজ।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ পাকিস্তানের কঠিন পরীক্ষা নিতে পারে। এই তিনজনের প্রতি আমাদের নজর রাখতে হবে।’

মোস্তাফিজ সম্পর্কে আলাদাভাবে জানাতে গিয়ে তিনি বলেন, ‘ফিজ নামে পরিচিত মোস্তাফিজ। সে তরুণ ও কর্মঠ। তার ওয়ানডেতে অসাধারণ কীর্তি রয়েছে। বোলিংয়ে গতি পরিবর্তন করতে পারে সে। পেসের কারণে তার সিম আপ ডেলিভারিগুলো আরো কঠিন হয়ে যায়। তার বাঁহাতি অ্যাঙ্গেলগুলো তাকে আরও সাহায্য করে। একজন বোলার হিসেবে সে পূর্ণ প্যাকেজ। বাংলাদেশের সুযোগ তৈরিতে তার ভূমিকা থাকবে।’

ড্যাশিং ওপেনার তামিমকে নিয়ে রজিম বলেন, ‘তামিম একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ ও স্পিন বলে দারুণ। যখন সে আক্রমণ তখন দারুণ দেখায়। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। সে তার দলকে ভালো শুরু এনে দেয়। একবার সে শুরু করলে বিপদে পড়তে পারে পাকিস্তান।’

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় নেতৃত্বে পাওয়া মাহমুদউল্লাহ প্রসঙ্গে রমিজ বলেন, ‘মাহমুদউল্লাহর ফর্ম বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্ব বহন করে। নেতৃত্ব ছাড়াও দলের মিডলঅর্ডারে তার দারুণ প্রভাব রয়েছে। অধিনায়কত্বের কারণে অনেক সময় ভালো পারফরম্যান্স দেখা যায়। আমার মনে হয় আমরা তার কাছ থেকে এমন কিছু দেখার আশা করতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়