স্পোর্টস ডেস্ক : ভারতে চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাটনায় ফাইনাল ম্যাচে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারায় সালমা খাতুনের দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আসে ওপেনার মুর্শিদা খাতুন ও ওয়ান ডাউনে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকে। এছাড়া নিগার সুলতানা ১৮ ও শামিমা সুলতানা ১৩ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন ভারতের নারীরা। ফলে ১৪ রানের সহজ জয় পায় বাংলাদেশ। ভারত ‘বি’ দলের পক্ষে টিএস হাসানবিস ৩৪ ও তানুজা ২১ রান করেন। বাংলাদেশের নারীদের পক্ষে জাহানারা ইসলাম ও সালমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।
চার দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির আয়োজন করে বিসিসিআই। ভারতীয় নারীদের ‘এ’ ও ‘বি’ দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বাংলাদেশ ও ভারত ‘বি’ দল ফাইনালের মঞ্চে উঠতে সক্ষম হয়। সূত্র : ক্রিকটাইম।