শিরোনাম
◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে চার দলের টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : ভারতে চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাটনায় ফাইনাল ম্যাচে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারায় সালমা খাতুনের দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আসে ওপেনার মুর্শিদা খাতুন ও ওয়ান ডাউনে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকে। এছাড়া নিগার সুলতানা ১৮ ও শামিমা সুলতানা ১৩ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন ভারতের নারীরা। ফলে ১৪ রানের সহজ জয় পায় বাংলাদেশ। ভারত ‘বি’ দলের পক্ষে টিএস হাসানবিস ৩৪ ও তানুজা ২১ রান করেন। বাংলাদেশের নারীদের পক্ষে জাহানারা ইসলাম ও সালমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।

চার দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির আয়োজন করে বিসিসিআই। ভারতীয় নারীদের ‘এ’ ও ‘বি’ দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বাংলাদেশ ও ভারত ‘বি’ দল ফাইনালের মঞ্চে উঠতে সক্ষম হয়। সূত্র : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়