শিরোনাম
◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে চার দলের টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : ভারতে চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাটনায় ফাইনাল ম্যাচে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারায় সালমা খাতুনের দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আসে ওপেনার মুর্শিদা খাতুন ও ওয়ান ডাউনে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকে। এছাড়া নিগার সুলতানা ১৮ ও শামিমা সুলতানা ১৩ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন ভারতের নারীরা। ফলে ১৪ রানের সহজ জয় পায় বাংলাদেশ। ভারত ‘বি’ দলের পক্ষে টিএস হাসানবিস ৩৪ ও তানুজা ২১ রান করেন। বাংলাদেশের নারীদের পক্ষে জাহানারা ইসলাম ও সালমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।

চার দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির আয়োজন করে বিসিসিআই। ভারতীয় নারীদের ‘এ’ ও ‘বি’ দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বাংলাদেশ ও ভারত ‘বি’ দল ফাইনালের মঞ্চে উঠতে সক্ষম হয়। সূত্র : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়