শিরোনাম
◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে চার দলের টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : ভারতে চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাটনায় ফাইনাল ম্যাচে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারায় সালমা খাতুনের দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আসে ওপেনার মুর্শিদা খাতুন ও ওয়ান ডাউনে নামা সানজিদা ইসলামের ব্যাট থেকে। এছাড়া নিগার সুলতানা ১৮ ও শামিমা সুলতানা ১৩ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন ভারতের নারীরা। ফলে ১৪ রানের সহজ জয় পায় বাংলাদেশ। ভারত ‘বি’ দলের পক্ষে টিএস হাসানবিস ৩৪ ও তানুজা ২১ রান করেন। বাংলাদেশের নারীদের পক্ষে জাহানারা ইসলাম ও সালমা খাতুন দুটি করে উইকেট শিকার করেন।

চার দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটির আয়োজন করে বিসিসিআই। ভারতীয় নারীদের ‘এ’ ও ‘বি’ দলের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। ভারত ‘এ’ দল ও থাইল্যান্ড ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বাংলাদেশ ও ভারত ‘বি’ দল ফাইনালের মঞ্চে উঠতে সক্ষম হয়। সূত্র : ক্রিকটাইম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়