শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর পৌর ভবনে পর পর দুটি হাত বোমা বিষ্ফোরণ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌর ভবনে রবিবার রাতে পরপর দুটি হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনাস্থলে বিষ্ফোরিত বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা গেলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পৌর সভার সচিব শ্যামল কুমার দত্ত জানান, রোববার রাতে পৌর ভবনে তিনজন নৈশ্য প্রহরি দায়িত্বরত ছিলেন। ঘটনার সময় তাদের একজন গার্ড রুমে অবস্থান করছিলেন। একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে গাড়ির কাছে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল ঢাকায় যাওয়ার পথে বিষয়টি জানার পর পুলিশে খবর দেন।

এ ব্যপারে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভির ফুটেজ দেখে ঘটনাস্থলে পড়ে থাকা রক্ত রাতে সেখানে থাকা কুকুরের শরীর থেকে ঝরেছে বলে ধারণা করছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যপারে নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, আমাদের দাবি, কে বা কারা কি উদ্দেশ্যে এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।’ সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়