শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর পৌর ভবনে পর পর দুটি হাত বোমা বিষ্ফোরণ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌর ভবনে রবিবার রাতে পরপর দুটি হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনাস্থলে বিষ্ফোরিত বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা গেলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পৌর সভার সচিব শ্যামল কুমার দত্ত জানান, রোববার রাতে পৌর ভবনে তিনজন নৈশ্য প্রহরি দায়িত্বরত ছিলেন। ঘটনার সময় তাদের একজন গার্ড রুমে অবস্থান করছিলেন। একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে গাড়ির কাছে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল ঢাকায় যাওয়ার পথে বিষয়টি জানার পর পুলিশে খবর দেন।

এ ব্যপারে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভির ফুটেজ দেখে ঘটনাস্থলে পড়ে থাকা রক্ত রাতে সেখানে থাকা কুকুরের শরীর থেকে ঝরেছে বলে ধারণা করছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যপারে নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, আমাদের দাবি, কে বা কারা কি উদ্দেশ্যে এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।’ সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়