শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর পৌর ভবনে পর পর দুটি হাত বোমা বিষ্ফোরণ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌর ভবনে রবিবার রাতে পরপর দুটি হাত বোমার বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঘটনাস্থলে বিষ্ফোরিত বোমা দুটির পড়ে থাকা অংশ এবং পৌর ভবনের দেয়ালে রক্তের দাগ লেগে থাকতে দেখা গেলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পৌর সভার সচিব শ্যামল কুমার দত্ত জানান, রোববার রাতে পৌর ভবনে তিনজন নৈশ্য প্রহরি দায়িত্বরত ছিলেন। ঘটনার সময় তাদের একজন গার্ড রুমে অবস্থান করছিলেন। একজন টয়লেটে এবং একজন ভবনের পেছনে গাড়ির কাছে ছিলেন। হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। সকালে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল ঢাকায় যাওয়ার পথে বিষয়টি জানার পর পুলিশে খবর দেন।

এ ব্যপারে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিসি টিভির ফুটেজ দেখে ঘটনাস্থলে পড়ে থাকা রক্ত রাতে সেখানে থাকা কুকুরের শরীর থেকে ঝরেছে বলে ধারণা করছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যপারে নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, আমাদের দাবি, কে বা কারা কি উদ্দেশ্যে এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।’ সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়