নিজস্ব প্রতিবেদক : ঘরের মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। বাংলাদেশ দলের জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল ৫টায়।
বাংলাদেশ আর শ্রীলঙ্কা, দুই দলই প্যালেস্টাইনের কাছে প্রথম ম্যাচে হেরেছে দুই শূন্য গোলে। দুই দলেরই তাই পয়েন্ট সমান। গোল ব্যবধানও একই। এই ম্যাচে যে জিতবে, গ্রুপ রানার্সআপ হিসেবে সুযোগ পাবে সেমিফাইনাল খেলার। তবে, ম্যাচ ড্র হলে দুই দলেরই পয়েন্ট হবে সমান এক। গোল ব্যবধানও থাকবে একই। সে ক্ষেত্রে টাইব্রেকারের মাধ্যমে নিশ্চিত করা হবে কারা খেলবে সেমিফাইনাল।
ম্যাচের আগে বাংলাদেশ দলে আছে ইনজুরির টুক টাক সমস্যা। উরুতে চোট থাকায় পুরোদমে প্র্যাকটিস করতে না পারলেও ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বাংলার ক্যাপ্টেন জামাল ভূঁইয়া।