শিরোনাম
◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দিনের টেস্টের বিপক্ষে মুশফিকও, ইচ্ছে করে ৬-৭ দিন খেলতে

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটের লংগার ভার্সন টেস্ট ক্রিকেটকে পাঁচ দিনের জায়গায় কমিয়ে চার দিনের করার কথা ভাবছে আইসিসি। আইসিসির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত দিয়েছেন সাবেক-বর্তমান অনেক ক্রিকেটাররাই। বাংলাদেশের কোনো ক্রিকেটার এই প্রসঙ্গে এতোদিন কোনো কথা না বললেও গতকাল মুখ খুলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এর বিরোধীতা করে তিনি বলেন, আমার তো ইচ্ছে করে ৬-৭ দিন খেলতে।

মুশফিক বলেন, ‘চার দিনের টেস্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য যারা পাঁচ দিনের খেলাকে সমর্থন করেছেন, আমি তাদের সঙ্গে একমত। ক্রিকেটের মধ্যে টেস্ট সবচেয়ে খাঁটি একটি সংস্করণ, যেটা পাঁচ দিন খেলা হয়।’

তিনি আরো বলেন, ‘আমার তো ইচ্ছে করে ছয় দিন, সাত দিন যতো দিন সম্ভব টেস্ট ম্যাচ খেলতে। ক্রিকেট শুরুই হয়েছিলো ওখান থেকে, আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত না।’

মুশফিক আরো বলেন, ‘আপনি যদি লক্ষ্য করেন, শেষ কয়েকটা টেস্টে পঞ্চম দিন চা-বিরতির পর খেলা শেষ হয়েছে। চার দিনের ম্যাচ থাকলে তো এটা হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। আমি মনে করি, সব সময় টেস্ট ক্রিকেট পাঁচ দিনের হওয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়