শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃতস্ত্রীর সম্পত্তি আত্মসাৎ করার জন্য দুই ছেলেকে পাগল আখ্যা দিচ্ছে বাবা ও সৎ মা

মনজুর অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মৃত্যু স্ত্রীর সম্পত্তি দখল ও আত্মসাৎ করার জন্য দুই ছেলেকে পাগল আখ্যা দিয়ে এক বছর ধরে ঘরের ভেতর লোহার খাঁচায় বন্দি রাখার অভিযোগ উঠেছে তাদের বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে।

দিনের পর দিন মারধর শিকার ও খাবার না পেয়ে হেমায়েত হোসেন সুমন (৩৫) মারা যায়। সাফায়েত হোসেন রাজুকে বন্দিদশা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লা থানার দক্ষিণ রসুলপুর এলাকায় হাবিবুল্লাহ ক্যাশিয়ারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত হেমায়েত হোসেন সুমন হাবিবুল্লাহর বড় ছেলে এবং উদ্ধারকৃত সাফায়েত হোসেন রাজু দ্বিতীয় ছেলে। এদিকে হাবিবুল্লাহর দাবি করেন তার ওই দুই ছেলে মানসিক রোগী। তাই তাদের ঘরে বন্দি রেখে চিকিৎসা করানো হচ্ছে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত্যু সুমন ও উদ্ধার হওয়ার রাজু প্রতিবন্ধী বলে নিশ্চিত হওয়া গেছে।

নির্যাতিত রাজু জানায়, সে নোয়াখালী জেলার রামনগর কেএমসি হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার মা মোহসেনা বেগম মারা যায়। লেখাপড়া বন্ধ করে দিয়ে তাকে ফতুল্লায় নিয়ে আসে বাবা। খালা হিনু বেগমকে বিয়ে করে বাবা অল্পদিনের মধ্যে খালাও মারা যান।

পরে অন্য একজনকে বিয়ে করে। তিনিও তার বাবার সাথে বিবাহ বিচ্ছেদ করে। গত এক বছর পূর্বে হনুফা বেগম নামে আরেকজন মহিলাকে চতুর্থবার বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের দুই ভাই সুমন ও রাজুর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। দুই ভাইকে দুইটি রুমে এক বছর যাবত তালাবদ্ধ করে রাখা হয়।

কখনো খাবার দেয়া হয় আবার কখনো লাঠি দিয়ে বাবা ও সৎ মা তাদের মারধর করে। রাজু অভিযোগ করে আরও জানান, কয়েক দিন আগে রাতে সুমনকে অনেক মারধর করে বাবা ও সৎ মা। এরপর সে সারারাত কান্নাকাটি করেছে। তখন আমি অনেক চিৎকার করে আশপাশের লোকজনদের ডাকাডাকি করেছি কিন্তু আমার বাবা ও সৎ মায়ের ভয়ে কেউ এগিয়ে আসেনি। রাজুর দাবি, আমি ও আমার ভাই পাগল না। আমার বাবার সম্পত্তি জমিজমার কাগজপত্রে অর্ধেক মালিকানা আমার মা মোহসেনা বেগমের নামে।

এই জমি একাই বাবা ও সৎ মা আত্মসাৎ করার জন্য তাদের দুই ভাইকে পাগল আখ্যা দিয়ে ঘরে আটক রেখে নির্যাতন করতেন। তার বড় ভাই সুমন নির্যাতনেই মারা গেছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়