জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযানে শুক্রবার সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁশিপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আশরাফ আলী(৭০)কে গ্রেপ্তার করেন। ফেনসিডিলসহ গ্রেপ্তার মাদক ব্যাবসায়ী জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাঁশিপুর গ্রামের মৃত্যু এলাহী বক্সের ছেলে আশরাফ আলী (৭০)।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি সুত্র থেকে জানা গেছে, চুয়ডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ইব্রাহিম আলীর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর আবু বক্কর সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানা এলাকার কাঁশিপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী আশরাফ আলীকে আটক করেন তার দেয়া তথ্য মতে তার নিজের বসত বাড়ির রান্না ঘরের সামনে তিনটি প্লাস্টিকের বস্তার মধ্য রক্ষিত ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ফেনসিডিল ও মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করেন। সম্পাদনা : তন্নীমা আক্তার