শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে চিন্তিত বিসিবি

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি লিগে ব্যস্ত আছে ক্রিকেটাররা। কিন্তু ক্রিকেট বোর্ডের চিন্তায় লঙ্গার ভার্সন। কেননা আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে যেভাবে পরাস্ত হয়েছে তাতে করে চিন্তায় পড়াটাই স্বাভাবিক। পাঁচদিনের ক্রিকেট নিয়ে বেশ উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রঙিন পোশাকে মোটামুটি খেললেও সাদা জার্সি গায়ে চাপালেই মলিন হয়ে যায় বাংলাদেশ। টাইগারদের এমন পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নয় নির্বাচক হাবিবুল বাশার সুমন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বাশার বলেন, ‘টেস্ট ম্যাচের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। কারণ আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচটা। ভারতে গিয়ে দুটো টেস্টেও ভালো হয়নি। তিনটি টেস্ট পরপর আমরা খারাপ খেলেছি। আমি আশাবাদী যে পাকিস্তানে আমরা টেস্ট ম্যাচ ভালো খেলবো। আমাদের খেলোয়াড়রা বুঝতে পেরেছেন কোথায় উন্নতি করতে হবে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে।’

‘সবশেষ টেস্ট সিরিজে ব্যাটিং-বোলিং কোথাও কিন্তু ভালো করিনি আমরা। শুধু ব্যাটিংয়ের কথাই যদি বলি, ব্যাটসম্যানরা ভালো করেনি। কেউ যদি ভালো করে তারতো অবশ্যই সুযোগ হতে পারে। আমরা একটা স্থায়ী দল চাই তার মানে এই নয় যে, যে পারফরম্যান্স খারাপ করবে সেও খেলবে। দিনশেষে তো আপনাকে খেলতে হলে পারফর্ম করতে হবে।’ সাথে যোগ করেন তিনি।

আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টির বিশ্বআসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশ নিতে যাওয়া দলগুলা। চলতি বিপিএলে দিয়ে তাতে অংশ নিয়েছে বাংলাদেশও। তবে টেস্ট ক্রিকেটকে মাথা থেকে ঝেড়ে ফেলছে না বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়