আসিফুজ্জামান পৃথিল: অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহরটিতে ধোঁয়াসার পুরু আবরণ তৈরী হয়েছে। সাগরের জলীয় বাষ্প আর দাবানলে সৃষ্ট ধোঁয়া মিলিতভাবে শহরটিকে ঢেকে ফেলেছে। বর্তমান পরিস্থিতিকে স্থানীয়রা পাগল করে দেয়া কেয়ামত বলে বর্ণনা করছেন। বিবিসি
বন্ধ হয়ে গেছে সিডনির সকল ফেরি ও জাহাজ চলাচল। দৃষ্টিসীমা কমে গেছে। সামান্য দূরের স্থাপনাও চোখে পরছে না। নগরীটির বাসিন্দারা বলছেন, তাদের শ^াসপ্রশ^াসে সমস্যা হচ্ছে। দম বন্ধ হয়ে যাবার কথাও বলছেন কেউ কেউ। কর্তৃপক্ষ বলছে পুরো নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়েই এরকম ধোঁয়াসা তৈরী হয়েছে। গ্রেটার সিডনির মাত্র ১ ঘন্টা দূরেই জ¦লছে বিশাল একটি দাবানল। নগরীটিতে ৫০ লাখ মানুষের বসবাস। স্থানীয়রা অভিযোগ করছেন, আকাশ থেকে ছাই ঝড়ে পড়ছে।