মুন তাসলিমা শেখ : বিএনপির কভার পিকওয়ালা অনেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কেন? আমি সরকারের সমালোচনায় সোচ্চার সেজন্য? তার মানে কী আমার অপশন বিএনপি? হেহেহেহে! বিএনপি কোন অপশন? আওয়ামী লীগ একটি চরম প্রতিক্রিয়াশীল বুর্জুয়া দল, সে দলের সমালোচনা চলে। কিন্তু বিএনপি? হেহেহেহ হাসালেন। আমার বেড়ে ওঠার সময়কাল জিয়া এবং এরশাদের আমল। খালেদার আমলে আমি বিদেশে চলে এসেছি।
কিন্তু জিয়ার পলিসি আরও বিষাক্ত পুঁজ রক্তে পরিণত করে খালেদা আর তারেক। আমার টপিক সেটিও নয়। আমার টপিক, জিয়া যে ক্ষতি আমাদের রাজনীতিতে করে গেছে, যে বিষবৃক্ষ রোপণ করে গেছে তার বিষবাষ্প এতোটা কঠিন এবং মূল্য এতো চড়া যে আওয়ামী লীগও আজ যে আওয়ামী লীগ তা। সাধু সাবধান! বিএনপি আমি টলারেট করি না, এটা আমার নীতিগত অবস্থান। যার মাথায় কোনো ঘিলু আছে সে বিএনপি করতে পারে না। আমার লিস্টে যদি কেউ ঢুকে থাকেন স্বেচ্ছায় বিদায় নিলে আমাকে আর নিজে থেকে খুঁজে বের করতে হয় না। ফেসবুক থেকে