আরএইচ রফিক,বগুড়া : বগুড়া শহর ও এর আশপাশের এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে আবারো অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে । বিশেষ করে বগুড়া শহরের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত মুক্তিযোদ্ধাদের মালিকানাধীন আবাসিক হোটেল ২১শে এখন মিনি পতিতালয় হিসাবে চিহ্নিত হয়েছে।
পুলিশ শুক্রবার এক ঝটিকা অভিযান চালিয়ে হোটেল থেকে ২ খদ্দেরসহ ২ যৌন কর্মীকে আটক করেছে।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার দুপুরে গোপন এক সংবাদের ভিত্তিতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির এসআই জিলালুর রহমানের নের্র্তৃতে¦ পুলিশের একটি টিম শহরের মুক্তিযোদ্ধা ভবনের আবাসিক হোটেল ২১শে অভিযান চালায়। এসময় তারা হোটেলের ৬ষ্ঠ তলার ৬০৫নং কক্ষ থেকে শফিকুল ও বিউটি বেগম এবং ৬০৬নং কক্ষ থেকে আজিজুল ও সীমা বেগমকে আটক করে ।
পরে তাদের ২৯০ ধারায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় । সম্পাদনা: জেরিন মাশফিক