শিরোনাম
◈ ভোটকক্ষে লাইভ-সাক্ষাৎকার নেওয়া যাবে না: ইসি হাবিব ◈ পরিবহন ও যোগাযোগ খাতে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা সরকারের ◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী ◈ গাড়ির ধাক্কায় শিশু নিহত: ডিএসসিসির চালকসহ ৩ কর্মী চাকরিচ্যুত ◈ রোহিঙ্গদের ফেরাতে অস্ট্রিয়ার কাছে সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন উদযাপনসহ দুই মামলার চার্জ শুনানি ২১ জুলাই ◈ স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, যাবেন আপিলে ◈ রাজনীতিতে নতুন কিছু না পেয়ে মির্জা ফখরুল গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন: ওবায়দুল কাদের   ◈ মঙ্গলবার পর্যন্ত ২৫ জেলার স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা শিক্ষা মন্ত্রণালয়ের ◈ তীব্র তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারের পরিবর্তে ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি সেমেদো ও দেম্বেলেকে চায় পিএসজি

রাকিব উদ্দীন : নেইমারকে দলে টানতে মুখিয়ে আছে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বারবার দেওয়া প্রস্তাব সন্তুষ্ট করতে পারেনি ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। এবার নেইমারকে নিয়ে অনিশ্চয়তা দূর করতে বার্সেলোনাকে উল্টো প্রস্তাব দিয়েছে পিএসজি। লা পারিসিয়ানের রিপোর্ট অনুযায়ী, নেইমারের পরিবর্তে ১০০ মিলয়ন ইউরোর সঙ্গে নেলসন সেমেদো ও ওসমান দেম্বেলেকে চায় পিএসজি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (২৭ আগস্ট) এ ব্যাপারে আলোচনা করতে দু’পক্ষ প্যারিসে বসবে। যেখানে আশা করা হচ্ছে নিজেদের দুই খেলোয়াড়কে রেখে দিতে চেষ্টা করবে বার্সা। তবে কাতালানদের মাথায় এটিও রাখতে হবে, নেইমারকে পেতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও প্রস্তাব দিয়ে রেখেছে।

বার্সার পক্ষে আলোচনা করতে সদস্য হিসেবে থাকছেন অস্কার গারুয়া, এরিক আবিদাল ও হাভিয়ার বোরদাস। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ তার এই সদস্যদের সঙ্গে ইতোমধ্যে আলাপ করে নিয়েছেন। যেখানে বার্সা চাচ্ছে নেইমারকে এই মৌসুমে ধারে এনে পরের মৌসুমে ১৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে কিনে নিতে।

এদিকে নেইমারের সম্ভাব্য দাম হিসেবে পিএসজি ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ইউরো ধরে রেখেছে। আর তাদের মতে বার্সার দুই খেলোয়াড়ের মূল্য হবে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ইউরো

তবে এই মুহূর্তে দেম্বেলে ও সেমেদোকে হারাতে চাচ্ছে না বার্সা। দেম্বেলে ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারেনি এটা ঠিক, কিন্তু ফ্রেঞ্চম্যানের ওপর এখনও ভরসা রেখেছে লিগ চ্যাম্পিয়নরা। আর আর্নেস্তো ভালভার্দের কাছে তো সেমেদো বেশ মূল্যবানই বটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়