শিরোনাম
◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা ◈ বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী  ◈ যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার করেছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের  ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৯৯ বিশ্বকাপকে স্মরণ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এই আসরে দল ঘোষণায় এক ভিন্নতা নিয়ে এসেছে নিউজিল্যান্ড। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ দল ঘোষণা করেছিল ক্রিকেটারদের মা, স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যদের দিয়ে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেছে ভিন্নতা। সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হয়ে আসা ছোট্ট দুই শিশু মাতিলদা ও অ্যাঙ্গাস ঘোষণা করেন ১৫ সদস্যের নাম।

পাশাপাশি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে তারা। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের নীল জার্সির স্মৃতি ফিরিয়ে এনেছে কিউইরা। অনেকটা সেই জার্সি মতো জার্সি গায়ে মাঠে নামবেন কিউইরা। এই আসরে দলের নেতৃত্ব দিবেন কেইন উইলিয়ামসন।

নিজের ষষ্ঠ এবং কাপ্তান হিসেবে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। ১৫ জনের মধ্যে দলের ১৩ জনই আগের বিশ্বকাপ খেলেছেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি। ডেভন কনওয়েও দলে ফিরেছেন।

গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ৭জুন বিশ্বকাপ মিশন শুরু হবে কিউইদের। গ্রুপের বাকি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি ও উগান্ডা। আগামী ১ মে বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। তবে ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে। সূত্র: কালের কণ্ঠ

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়