শিরোনাম
◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা ◈ বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র কাজে দেয়নি: পররাষ্ট্রমন্ত্রী  ◈ যুক্তরাষ্ট্রের অবস্থান পরিস্কার করেছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:৫২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ [২] কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে। গতকাল সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম হুজাইফা (৬)।

[৩] পুকুরে ডুবে মারা যাওয়া হুজাইফা উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা (পূর্বপাড়া) গ্রামের নেয়াম উল্লাহ হুজুরের বাড়ির ওবায়েদ উল্লাহ এর ছেলে। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে খানম সালমা বিষয়টি নিশ্চত করেছেন।

[৪] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছ, শিশু হুজাইফা তার মায়ের সঙ্গে নানার বাড়ি নাগাইশ গ্রামে বেড়াতে আসে। গতকাল রোববার বিকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল হুজাইফা। এক পর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় নানার বাড়ির পাশে একটি পুকুরে হুজাইফাকে ভাসতে দেখেন লোকজন। পরে স্বজনেরা এসে পুকুর থেকে তাঁকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে খানম সালমা শিশু হুজাইফাকে মৃত ঘোষণা করেন।

[৫] শিশুটির নানা দ্বীন ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু হুজাইফার মরদেহ চান্দলায় তার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহের দাফন সম্পন্ন করেন স্বজনরা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়