শিরোনাম

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার সিরিজ সমতায় আনতে মাঠে নামবে বাংলাদেশ

আহমেদ ফয়সাল: ঘরের মাঠে ভারতের কাছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে বাংলাদেশ নারী দল। ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচে অবশ্য বড় কোনো প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। উল্টো ক্যাচ মিসের মাশুল গুণতে হয়েছে টাইগ্রেসদের।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুঁরে দাড়ানোর লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বিকেল ৪টায়।

হারের কারণ হিসেবে ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতিও ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি বলেন, পাওয়ারপ্লেতে যেভাবে ব্যাটিং করেছি, তাতে কিছু হয়নি। ১৪০-এর বেশি তাড়া করতে গেলে পাওয়ারপ্লেতে রান দরকার। টপ অর্ডার রান পাচ্ছে না। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমাদের ব্যাটিং বিভাগ বেশ ভালো। তবে ব্যাটাররা মনে হয় শতভাগ দিতে পারছে না।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে হারমানপ্রীত কৌরের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি। তাছাড়া মুর্শিদা করেছেন ১৩ রান। ৪৪ রানের এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়