স্পোটর্স ডেস্ক: আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা। তার আগেই সুসংবাদ পেলো নেপাল ক্রিকেট। দেশটির তারকা স্পিনার সন্দ্বীপ লামিচানেকে নিষ্পাপ রায় দিয়ে মুক্তি দিয়েছে দেশটির আদালত।
এর আগে দীর্ঘ দেড় বছর ধরে বিচার-কার্যক্রম চলার পর গত জানুয়ারিতে তাকে ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড দিয়েছিলেন নেপালের আদালত। ধারণা করা হচ্ছে এই তারকা স্পিনার বিশ্বকাপে খেলাতেই চাঞ্চল্যকর এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল। বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে তার মুক্তির তথ্য নিশ্চিত করেছে দ্য কাঠমান্ডু পোস্ট।
হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি জানিয়েছেন, হাইকোর্ট জেলা আদালতের রায় বাতিল করেছে। ফলে খালাস পেয়েছেন সন্দ্বীপ লামিচানে। পাতান হাইকোর্টের মুখপাত্র তীর্থরাজ ভাট্টারি বলেন, পর্যাপ্ত প্রমাণের অভাব রয়েছে উল্লেখ করে আগের রায় বাতিল করেছেন বিশেষ বেঞ্চ।
গত জানুয়ারির শুরুতে নেপালের সাবেক অধিনায়ক সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিলেন কাঠমান্ডু জেলা আদালত। পরে ১০ জানুয়ারি তাকে ওই মামলায় আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে লামিচানেকে তিন লাখ নেপালি রুপি জরিমানা এবং ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন আদালত। -চ্যানেল২৪
এদিকে নমব টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১ মে দল ঘোষণা করেছিল নেপাল ক্রিকেট বোর্ড। যদিও ওই দলে পরিবর্তন আনার জন্য ২৫ মে পর্যন্ত সময় আছে প্রতিযোগী দলগুলোর হাতে। ফলে বিশ্বকাপ দলে লামিচানেকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
২০১৮ সালে নেপাল জাতীয় দলে অভিষেকের পর ৫১টি ওয়ানডে ও ৫২টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১০টি। তাছাড়া অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি।
আপনার মতামত লিখুন :