শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম বিষয়ে কটূক্তি, হিন্দু ছাত্রীকে কোরআন বিলির নির্দেশ

ডেস্ক রিপোর্ট : মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় এক কলেজ ছাত্রীকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে ভারতের একটি আদালত।  যুগান্তর

রিচা প্যাটেল নামের হিন্দু ধর্মাবলম্বী ওই কলেজ ছাত্রীকে পাঁচটি কোরআন কিনে ইসলামিক গ্রন্থাগারে বিতরনের নির্দেশ দেয় ঝাড়খণ্ডের রাজ্য আদালত।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রিচা প্যাটেলের একটি পোস্টে ইসলাম ধর্মাবলম্বীদের ‘অনুভূতিতে আঘাত হেনেছে’ মর্মে সামাজিক সংগঠন আঞ্জুমানে ইসলামিয়ার প্রধান মনসুর খলিফা থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

এমন পোস্টের ফলে সম্প্রীতির পরিবেশ নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। অভিযোগ পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় রিচা প্যাটেলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

রিচাকে আটকের খবর ছড়িয়ে পড়তেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে।

রাঁচি সিভিল আদালতে রিচা প্যাটেলের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে শর্ত হিসাবে বিচারক জানান যে রিচাকে পাঁচটি কোরআন শরিফ কিনে আঞ্জুমান কমিটি আর গ্রন্থাগারে বিলি করতে হবে, এরপর সেই প্রাপ্তি স্বীকারের রসিদ আদালতে জমা দিতে হবে।

জেল থেকে মুক্তি পেতে জামিনের শর্ত হিসেবে কোরআন বিতরণ করার নির্দেশ দেয় রাঁচি সিভিল আদালত।

তবে রিচা প্যাটেলের দাবি, যে ফেসবুক পোস্ট শেয়ার করার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল, সেটা তিনি ‘নরেন্দ্র মোদী ফ্যানস ক্লাব’ নামের একটা গ্রুপ থেকে কপি করেছিলেন। ওই পোস্টে ইসলাম বিরোধী কোনও কথা ছিল না বলেও দাবি তার ।

এদিকে মামলা দায়েরকারী আঞ্জুমানে ইসলামিয়ার প্রধান মনসুর খলিফা জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী এখনও তিনি রিচার কাছ থেকে পাঁচ কপি কোরআন পাননি।তাছাড়া বিষয়টি না বাড়াতে রিচার জামিন আবেদনের বিরোধীতা করেননি বলেও জানান তিনি।

তার কথায়, পুলিশে অভিযোগ দায়ের করার পরে রিচা প্যাটেলের পরিবার আর সমাজের মান্যগণ্যরা তাকে অনুরোধ করেন যে মেয়েটির বয়স মাত্র ১৯ বছর, তাই তার ভবিষ্যতের কথা ভেবে যেন বিষয়টি মিটিয়ে নেন। তাই রিচা প্যাটেলের জামিনের বিরোধিতা করেননি মনসুর খলিফা।

তবে আদালতের এমন ব্যতিক্রমী নির্দেশনায় বেশিরভাগ মানুষই অবাক হয়েছেন। স্থানীয় বিজেপি নেতা প্রতুল সহদেব বলেন, ‘এটি একটি আজব রায়। ভারতের ইতিহাসে এমন রায় আমি আগে কখনও শুনিনি।’

বিষয়টিকে মৌলিক অধিকার হরণ দাবি করে রিচা প্যাটেলও উচ্চতর আদালতে যাওয়ার কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়