শিরোনাম

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও নিজ ডেরা জুভেন্টাসে ফিরছেন বুফন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৭ বছর ধরে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সাথে সম্পর্ক ছিলো জিয়ানলুইজি বুফনের। কিন্তু কিছুটা টানা-পোড়েন আসায় সে সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গিয়েছিলেন। তবে সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে আবার জুভেন্টাসে ফিরছেন ঘরের ছেলে বুফন। এক মৌসুম পরেই ফ্রান্স থেকে আবারও ফিরে আসছেন নিজ ঘরে।

২০০১ সালে জুভেন্টাসে যোগ দেন বুফন। এরপর দীর্ঘ সতের বছর দলটির গোলবারের নিচে ছিলেন তিনি। মোট ৫০৯ ম্যাচ তিনি গোলবার সামলেছেন তুরিনের ওল্ড লেডিদের । ইতালি জাতীয় দলের হয়ে বুফন খেলা শুরু করেন ১৯৯৭ সালে। দুই দলের গোলবারের নিচে অত্যন্তপ্রহরী ছিলেন এই গোলরক্ষক।

ইতালির হয়ে বিশ্বকাপ, জুভেন্টাসের হয়ে সিরি আ সহ প্রায় সবকিছুই জিতেছেন তিনি। শুধু বাকী ছিলো চ্যাম্পিয়ন্স লিগ। সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় প্যারিসে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু তা সফল হয়নি। তাই হয়তো আবার নিজ ঘরে ফিরছেন বুফন।

জুভেন্টাস তাদের কোচ হিসেবে নিয়োগ করেছেন সারিকে। ইতিমধ্যে ক্লাবে যোগ দিয়ে নতুন কোচ সারি নতুন পরিকল্পনায় সাঁজাচ্ছেন। পগবা, রিবোটদের দলে ভিড়িয়ে মিডফিল্ড শক্তিশালী করতে চায় তারা। আর্ন্তজাতিক গনমাধ্যমের মতে এক মৌসুম খেলোয়াড় হিসেবে থাকার পর সারির কোচিং স্টার্ফে যোগ দিবেন বুফন। এক মৌসুমের জন্য জুভেন্টাসে তার আগমনের অফিসিয়াল ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়