শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা’র আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ম্যাচগুলোয় ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলার বিষয়টি আগেই জানা গিয়েছিল। তবে একটি ম্যাচের প্রতিপক্ষ তখনও চূড়ান্ত ছিল না। তবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির ভেন্যু ও প্রতিপক্ষ নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আগামী ৯ জুন প্রথম প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে খেলবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচ তাদের হার একটিতে। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে এবং দুটিতে ড্র করেছে তারা। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ইকুয়েডর দু’দলই নিজ নিজ গ্রুপ থেকে নকআউট পর্বে এগুতে পারলে তারা কোয়ার্টার-ফাইনাল অথবা সেমি-ফাইনালে মুখোমুখি হবে।
আগামী ২০ জুন আটালান্টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৫ জুন নিউ জার্সিতে বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর ২৯ জুন মায়ামিতে গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ প্রতিপক্ষ পেরু। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়