শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা ফুটবল ক্যাম্পে চুরি

স্পোর্টস ডেস্ক: চলমান প্যারিস অলিম্পিকে বিতর্ক যেন থামছেই না। এবার আর্জেন্টিনা দলের অনুশীলন ক্যাম্পে চুরির ঘটনা ঘটেছে। দলটির কোচ   হাভিয়ের মাসচেরানো বিষয়টি নিশ্চিত করেছেন।

ম্যাচ শেষে মাসচেরানো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানায়, এই ঘটনায় লিঁও পুলিশের কাছে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল। বৃহস্পতিবার সাঁত এতিয়েনের কাছাকাছি অবস্থিত প্রসিকিউটরের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। -এপি

সাংবাদিকদের মাসচেরানো বলেন, খেলোয়াড়রা অনুশীলনে গিয়েছিল আর অন্যদিকে চুরি হয়েছে। অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি। এতে কোনো কাজ হবে বলে আমি মনে করি না। তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না।

আর্জন্টিনা কোচ আরও জানান, চুরি হওয়া জিনিসের মধ্যে মিডফিল্ডার থিয়াগো আলমাদার ঘড়িও আছে।

অলিম্পিক ফুটবলে ২০০৪ ও ২০০৮ সালে সোনাজয়ী আর্জেন্টিনা দলের এবারের আসরের শুরুটা একদমই ভালো হয়নি। গত বুধবার সাঁত এতিয়েনে নাটকীয়তায় ঠাসা উদ্বোধনী ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত ১৬তম মিনিটে ক্রিস্তিয়ান মেদিনার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু সে সময় মাঠের মধ্যে দর্শক ঢুকে পড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হলে খেলা প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে। পরে ভিএআর দেখে অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপর ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হওয়ার পর ম্যাচ শেষ হয়।

লিঁওতে ‘বি’ গ্রুপের পরের ম্যাচে শনিবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইরাক। মঙ্গলবার শেষ ম্যাচে তারা লড়বে ইউক্রেনের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়