শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক: বড় দল এবং শ‌ক্তিশালী দল যুক্তরা‌ষ্ট্রের ইন্টার মায়া‌মি, দল‌টি গড়া মে‌সি ও সুয়া‌রেস‌দের ম‌তো বি‌শ্বের তারকা ফুটবলার‌দের নি‌য়ে, এই দলের মৌসুমের শুরুটা দারুণ হলেও শেষটা ভালো হয়নি। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলোp মেসি-সুয়ারেজদের।

বাংলাদেশ সময়  বৃহস্পতিবার (১ মে) ভোর সাড়ে ৬টায় ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেরl সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা। 

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের নবম মিনিটে তার ফলও পেয়ে যায়। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা।

তবে দ্বিতীয়ার্ধে উল্টো মায়ামির ওপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ব্রায়ান ওয়াইটের গোলে ৫১ মিনিটে সমতায় ফেরে তারা। তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। উল্টো ৭১ মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি। সাব্বি’র পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এতে ফাইনালের টিকিট নিয়ে হুল্লোড় করে মাঠ ছাড়ে ভ্যাঙ্কুভার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়