শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৩:২০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। এত বড় অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকেই পুরোনো রাজনীতি টিকিয়ে রাখতে চায়। নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরোনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কার কাজ পিছিয়ে দিতে চায়।’

এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, এটি পরিকল্পিতভাবে জুলাই মাসের ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাঁপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করলে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে। গুলি চালিয়েও অভ্যুত্থান ব্যাহত করা সম্ভব হয়নি, এবারও হবে না।’

নাহিদের ভাষায়, ‘এই হামলাগুলো নতুন নয়; বরং পূর্ববর্তী ঘটনাগুলোরই ধারাবাহিকতা। তিনি বলেন, ‘এটা প্রথমবার নয়। এর আগে বিভিন্ন জায়গায় হাসনাত আবদুল্লাহর ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সরকারকে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘গত ২৪-এর জুলাই-আগস্টেও আমাদের থামানো যায়নি, এবারও যাবে না। আমরা দেশের প্রতিটি পথঘাট, প্রতিটি প্রান্তরে সংস্কারের বার্তা নিয়ে এগিয়ে যাব।’ উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়