এল আর বাদল: দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় গত দু’বছর ধরে তিনি জেলবন্দি। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আবহে এ বার জেল থেকেই ভারতকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। --- আনন্দবাজার
ইমরান বুধবার তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘ভারতের যে কোনও প্ররোচনামূলক পদক্ষেপের সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা পাকিস্তানের রয়েছে। তবে সেই সঙ্গেই গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনাকে ‘গভীর ভাবে বিরক্তিকর এবং দুঃখজনক’ বলে চিহ্নিত করে তিনি বলেছেন, ‘‘ভারতকে আরও দায়িত্বশীল পদক্ষেপ করতে হবে।
পহেলগাঁও কাণ্ডের পরেই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা। এমন সিদ্ধান্ত নিলে তা ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে বলে ভারতকে বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। এর পরে ইসলামাবাদ শিমলা চুক্তি স্থগিত, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের মতো পদক্ষেপ করেছে। নয়াদিল্লি-ইসলামাবাদ দ্বন্দ্ব পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনেও। এই আবহে ইমরান তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ শাহবাজ়ের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘‘সংঘাতের এই পরিস্থিতিতে আমার দেশ এবং দল দৃঢ় ভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।