শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৬:৫২ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে কঙ্গনার সাহায্য চাইলেন হৃতিকের বোন!

মুসফিরাহ হাবীব: বলিউডের দুই তারকা কঙ্গনা রানাউত আর হৃতিক রোশনের মধ্যে তিক্ত সম্পর্কের কথা সবাই জানে। তারা একে অপরকে প্রায়ই আক্রমণ করে কথা বলেন। তবে এবার এ দুই তারকার লড়াই নতুন মোড় নিয়েছে।

কঙ্গনার পাশে এবার দাঁড়িয়েছেন হৃতিকের বোন সুনয়না। কেবল তাই নয়, নিজের পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে সুনয়না কঙ্গনার সাহায্য চেয়েছেন।

সম্প্রতি হৃতিকের বোন সুনয়না এক টুইটে কঙ্গনাকে পুরো সমর্থন করেছেন। যদিও অ্যাকাউন্টটির সত্যাসত্য যাচাই করা যায়নি। তবে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল এক টুইটে বলেছেন, ‘সুনয়না দুশ্চিন্তার মধ্যে আছেন। আর কঙ্গনার কাছে সাহায্য চাইছেন।’ তিনি আরও বলেন, “হৃতিক রোশনের পরিবার সুনয়নার ওপর অত্যাচার করছে।”

রঙ্গোলিই টুইটারে জানিয়েছেন সুনয়নার ওপর এ অত্যাচারের কারণ। তিনি বলেছেন, দিল্লির এক মুসলিম ছেলেকে সুনয়না ভালোবাসার কারণেই তার ওপর চলছে পরিবারের অত্যাচার। সুনয়নার ভাই তাকে বন্ধ করে রাখতে চান।

আর একটি টুইটে রাঙ্গোলি লিখেছেন, “আমার ভয় হচ্ছে, এই ভয়ঙ্কর পরিবার তার ক্ষতি করতে পারে। আমি এটা প্রকাশ্যে বলছি, কারণ সুনয়না কঙ্গনাকে ডাকাডাকি করছে। আর সে সব সময় কান্নাকাটি করছে। কঙ্গনা বুঝতে পারছে না, কীভাবে তাঁকে সাহায্য করবে। এ জন্য কঙ্গনা সুনয়নার নম্বর ব্লক করেছে। কিন্তু তার সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত। সবার ভালোবাসার অধিকার আছে। আশা করছি, রোশন পরিবার যেন এসব কাণ্ড বন্ধ করে।”

একজন লিখেছেন, “সুনয়না পুলিশকে ফোন করে সাহায্য চাইতে পারেন। কঙ্গনাকে এই পরিবার অনেক কষ্ট দিয়েছে।” জবাবে রঙ্গোলি লিখেছেন, ‘হ্যাঁ, আমিও একমত।” তবে সুনয়না বিপদে আছে জানিয়ে রাঙ্গোলি লেখেন, “তার বাবা আর ভাই কঙ্গনাকেও বিপদে ফেলতে পারে। তাই আমাকে তার পাশে থাকতে হবে।”

ওদিকে সুনয়নাও ভারতীয় এক ওয়েবসাইটের সাক্ষাৎকারে তার পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। বলেছেন, তিনি যেহেতু এক মুসলিম ছেলেকে ভালোবাসেন, তাই তার পরিবার মেনে নিচ্ছে না। ছেলেটি পেশায় সাংবাদিক। সুনয়নার অভিযোগ, হৃতিক তাকে একটি বাংলো কিনে দেবে বললেও কথা রাখেনি। এমনকি আড়াই লাখ রুপি বাড়ি ভাড়া দিতেও নাকি হৃতিক অস্বীকার করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়