শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না স্টেইন, বাংলাদেশের বিরুদ্ধেও অনিশ্চত

স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক এক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। কিন্তু চোটের কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে প্রোটিয়ার ফাস্ট বোলার ডেল স্টেইনের। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত ডানহাতি এই পেসারের।

উদ্বোধনী ম্যাচে স্টেইনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ অটিস গিবসন। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ। গিবসন বলেন, ‘প্রথম ম্যাচে স্টেইনকে পাওয়া যাবে না। সে এখনো পুরোপুরি সুস্থ নয়। তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। আশা করছি বাংলাদেশের বিপক্ষে তাকে না পেলেও ভারতের সাথে তাকে পাবো আমরা।’

শ্রীলঙ্কার বিপক্ষে দলের প্রস্তুতি ম্যাচে ছিলেন না স্টেইন। মঙ্গলবার দ. আফ্রিকা দলের পুরো মাত্রায় অনুশীলনেও অংশ নেননি এই পেসার। গত মাসে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমেছিলেন স্টেইন। সেখানে নাথান কুল্টার নাইলের বদলি হিসেবে খেলতে গিয়ে মাত্র ২ ম্যাচ খেলেই ডান কাঁধের চোটে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হয় তাকে।

এই চোটের কারণে তার বিশ্বকাপ খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। আর সেই শঙ্কাই এবার সত্যি হয়ে দাঁড়াল। একই কারণে ২০১৬ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়