শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজিদের কাছে হেরে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। কিন্তু দুই ম্যাচেই হেরে ক্রিকেট মহাযজ্ঞে পা রাখলো লঙ্কানরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৭ রানে হারার পর শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৫ উইকেটে পরাজয় বরণ করলো লঙ্কান দল।

আগে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রানের মাঝারি সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। এদিনে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুই লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে এবং দিমুথ করুনারত্নে। ব্যক্তিগত ১৬ রানে ফিরে যান করুনারত্নে। এরপর দলীয় ৭১ রানে কুশল পেরেরার (১২) উইকেট হারায় দলটি। হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফিরেছেন থিরিমান্নে। ন্যাথান লায়নের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫৬ রান। অ্যাডাম জাম্পাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান মিডল অর্ডার। থিতু হওয়ার চেষ্টা করেও ফিরে যেতে হয় কুশল মেন্ডিস (২৪), অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৭) এবং জীবন মেন্ডিসকে (২১)। ১৬১ রানে ছয় উইকেট হারানো দলটিকে পুনরায় পথ দেখিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা (৪৩) এবং থিসারা পেরেরা (২৭) ৬৪ রান করে। শেষপর্যন্ত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৩৯ রান করে শ্রীলংকা। অজিদের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

২৪০ রানের লক্ষ্য খেলতে নেমে ৩১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে অজিরা। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৬ রানেই অস্ট্রেলিয়া তাদের ওপেনার অ্যারন ফিঞ্চের (১১) উইকেট হারায়। এরপর ওয়ান ডাউনে নেমে খাওজাকে দারুণ সঙ্গ দেন শন মার্শ। তার ব্যাট থেকে এসেছে ৩৪ রান। মিডেল অর্ডারে গেøন ম্যাক্সওয়েল ৩৬ ও মার্কাস স্টইনিস ৩২ রান করে আউট হয়েছেন।

একপ্রান্ত আগলে রাখা খাওয়াজা ফিরেছেন ৮৯ রানের ইনিংস খেলে। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি ১৮ ও প্যাট কমিন্স ৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। শ্রীলঙ্কার হয়ে একাই ২ উইকেট নিয়েছেন জেফরি ভেন্ডারসি। ১টি করে উইকেট গেছে নুয়ান প্রদীপ, ধনঞ্জয়া ডি সিলভা ও মালিন্ডা সিরিবর্ধনের ঝুলিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়