শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশও ফেভারিট, বললেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে ক্রিকেট মহাযজ্ঞ। এই আসরে বাংলাদেশ দলকেও ফেভারিট মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বিশ্বকাপ অর্জনের দৌড়ে পরাশক্তি দলগুলোর পাশাপাশি বাংলাদেশও থাকবে বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য ওয়াসিম এখন অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখানে এক প্রতিবেদকের সাথে আলাপকালে মাশরাফি বিন মুর্তজার দলকে তার দৃষ্টিতে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে আখ্যায়িত করেন তিনি। ওয়াসিম বলেন, ‘আমার দৃষ্টিতে এবারের আসরে অন্য দলগুলোর মতো বাংলাদেশ ক্রিকেট দলও ফেবারিট।’

ওয়াসিম মনে করেন, ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের উপস্থিতিতে বাংলাদেশ দল বেশ ভারসাম্যপূর্ণ। তার অভিমত, ‘তাদের ব্যাটিং বোলিং মিলে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকজন অলরাউন্ডার আছে তাদের দলে, যারা বড় ভ‚মিকা রাখতে পারে এবারের বিশ্বকাপে।’

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পরও ক্রিকেটে একেক সময় একেক ভ‚মিকায় জড়িয়ে আছেন। এতসব ব্যস্ততার মাঝেও খোঁজ রাখার হয় টাইগারদের। ওয়াসিম জানান, ‘সত্যি বলতে কি বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখি। তবে স¤প্রতি ত্রিদেশীয় সিরিজের খেলা দেখা হয়নি। কিন্তু তোমরা জিতছো বলেই আত্মবিশ্বাসী তোমাদের দল।’

বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এছাড়াও বাংলাদেশ দলের নেতৃত্ব যে আছে সে অসাধারণ। আমার বিশ্বাস বাংলাদেশ দারুণ কিছু করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়