শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশও ফেভারিট, বললেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে ক্রিকেট মহাযজ্ঞ। এই আসরে বাংলাদেশ দলকেও ফেভারিট মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বিশ্বকাপ অর্জনের দৌড়ে পরাশক্তি দলগুলোর পাশাপাশি বাংলাদেশও থাকবে বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য ওয়াসিম এখন অবস্থান করছেন ইংল্যান্ডে। সেখানে এক প্রতিবেদকের সাথে আলাপকালে মাশরাফি বিন মুর্তজার দলকে তার দৃষ্টিতে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে আখ্যায়িত করেন তিনি। ওয়াসিম বলেন, ‘আমার দৃষ্টিতে এবারের আসরে অন্য দলগুলোর মতো বাংলাদেশ ক্রিকেট দলও ফেবারিট।’

ওয়াসিম মনে করেন, ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের উপস্থিতিতে বাংলাদেশ দল বেশ ভারসাম্যপূর্ণ। তার অভিমত, ‘তাদের ব্যাটিং বোলিং মিলে দলটা বেশ ভারসাম্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকজন অলরাউন্ডার আছে তাদের দলে, যারা বড় ভ‚মিকা রাখতে পারে এবারের বিশ্বকাপে।’

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পরও ক্রিকেটে একেক সময় একেক ভ‚মিকায় জড়িয়ে আছেন। এতসব ব্যস্ততার মাঝেও খোঁজ রাখার হয় টাইগারদের। ওয়াসিম জানান, ‘সত্যি বলতে কি বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর রাখি। তবে স¤প্রতি ত্রিদেশীয় সিরিজের খেলা দেখা হয়নি। কিন্তু তোমরা জিতছো বলেই আত্মবিশ্বাসী তোমাদের দল।’

বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এছাড়াও বাংলাদেশ দলের নেতৃত্ব যে আছে সে অসাধারণ। আমার বিশ্বাস বাংলাদেশ দারুণ কিছু করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়