শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৩:৫৭ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুরে লোকালয় থেকে ময়ূর উদ্ধার

আফজাল হোসেন : গাজীপুরের শ্রীপুরে বেলতলী মধ্যপাড়া গ্রামে এক কৃষকের পাট খেতের বেড়ায় আটকে থাকা এক ময়ূরকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ সময় ময়ূরকে নিয়ে উৎসুক জনতার মাঝে কৌতুহল শুরু হয়। যদিও পরে পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের কর্তা ব্যক্তিদের খবর দেয়া হলে তারা এসে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যায়।

বেলতলী মধ্যপাড়া গ্রামের যুবক রায়হান রাজ জানান, সোমবার সকাল ১০টার দিকে কৃষকের পাট খেতের বেড়ার জালে আটকে যায় সাফারী পার্কের ময়ূর। পরে জাল থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টার করতে করতে ক্লান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছিল ময়ূরটি। পরে স্থানীয়রা ময়ূরটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী সাফারী পার্কে খবর দেয়া হলে তারা এসে ময়ূরটি নিয়ে যায়।

এব্যাপারে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান জানান, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ময়ূর বেষ্টনীটি ক্ষতিগ্রস্থ হয়। এতেই ময়ূরটি বের হয়ে লোকালয়ে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ময়ূরটিকে উদ্ধার করে পার্কে নিয়ে আসা হয়। বেষ্টনীটি মেরামতের কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়