শিরোনাম
◈ ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা(ভিডিও) ◈ গাজা থেকে সিরিয়া, ইসরায়েলের নানা তৎপরতায় বাড়ছে উত্তেজনা ◈ বি‌শ্বের সব‌চে‌য়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান,  ৯২ বছরের পল বিয়া আবারও ক্যামেরুনের প্রেসিডেন্ট ◈ আল ই‌তিহা‌দের কা‌ছে হে‌রে  কিংস কাপ থে‌কে রোনাল‌দোর আল নাসরের বিদায় ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট, পা‌কিস্তান‌কে ৫৫ রা‌নে হারা‌লো দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ একসময় জাতির গর্ব, এখন বিতর্কের কেন্দ্রবিন্দু: রাজনীতির খেলায় নিজের ক্যারিয়ার শেষ করলেন সাকিব আল হাসান ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন আফগাানিস্তান। নিজেদের সামর্থ্য দিয়েই বাছাই পর্বে খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা অজর্ন করে। আফগানিস্তান বর্তমানে একটি শক্তিশালী দল। এমন একটি দলে পরণিত করার পিছনে যার হাত রয়েছে সেই কোচ ফিল সিমন্স বিশ্বকাপের পরই আফগানিস্তান দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সাবেক এই ক্যারিবিয়ান ওপেনার ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

২০১৭ সালের ডিসেম্বরে আফগানিস্তান শিবিরে কোচ হিসেবে যোগদান করেছিলেন তিনি। জুলাইয়ের ১৫ তারিখে শেষ হবে চুক্তির মেয়াদ। সেটা আর বাড়াতে চান না সিমন্স। ক্রিকইনফোকে তিনি জানান, ‘আমি আফগানিস্তান ছেড়ে দেওয়ার কথা ভেবেছি এবং এসিবিকে আমি আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আমি আর চুক্তি নবায়ন করছি না। জুলাইয়ের ১৫ তারিখে আমার কোচিং মেয়াদ শেষ হচ্ছে, এরপরে আমি অন্য কোথাও দেখব। আমি ঠিক ১৮ মাসের জন্য চুক্তি করেছিলাম। আমার মনে হয় এই সময়টায় আমি অনেক কিছু করেছি। এখন আমার অন্য কোথাও সরে যাওয়ার সময় হয়েছে।’

সিমন্স যোগ দেওয়ার পর বিশ্বকাপে খেলাই মূল লক্ষ্য ছিল আফগানদের। বাছাইপর্ব পেরিয়ে দাপটের সঙ্গেই বিশ্বকাপে নাম লেখায় আফগানিস্তান। নিজের সফলতার কথা বলার সময় সিমন্স আরও জানান, ‘আমি যখন যোগ দিয়েছিলাম তখন এসিবির লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা। আমি সবসময় চেয়েছি, আমি যখন দলে যোগদান করেছি তখনকার চাইতে যেন যখন কোচিং পদ ছাড়ছি তখনকার অবস্থা ভালো থাকে।’

তিনি আরো বলেন, ‘আমরা যেভাবে অনুশীলন করেছি, যেভাবে ম্যাচ নিয়ে ভেবেছি, যেভাবে অন্য দলগুলোকে হারিয়েছি সেটা দারুণ। ক্রিকেটারদের সব দিকে সাহায্য করার চেষ্টা করেছি আমি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়