শিরোনাম
◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কুমিল্লায় সরকারি সুইমিংপুলে রশিদ ছাড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ◈ বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১০ নারী-২ পুরুষ আটক

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৯:১৫ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসি কাপে টিকে থাকার লড়াইয়ে সন্ধ্যায় চেন্নাইয়ের মুখোমুখি হবে আবাহনী

নিজস্ব প্রতিবেদক : এএফসি কাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে আজ সন্ধ্যায় ভারতের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে মাঠে নামবে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭টায় শুরু হবে ম্যাচটি।

এএফসি কাপে আহমেদাবাদে নিজেদের ভুলে গোল হজম করে তিন পয়েন্ট হারিয়েছে আবাহনী। আজ ম্যাচ জিততে পারলে ‘ই’ গ্রুপে আাবহনী লিমিটেড পয়েন্ট তালিকায় চেন্নাইয়ান এফসির সঙ্গে একই কাতারে চলে আসবে। আর হারলে এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা হয়ে উঠবে প্রবল। ড্র করলেও সম্ভাবনা টিকে থাকবে এএফসি কাপের অগ্রযাত্রায়। তাই এবার নিজেদের মাঠে ভারতের গতবারের আইএসএল জেতা চেন্নাইয়ান এফসির বিপক্ষে জিতেই মাঠ ছাড়তে চাইছে আকাশি-নীলরা।

ইনজুরিতে জর্জরিত আবাহনী অবশ্য ড্র কিংবা হারের চিন্তা করছে না। তাদের চিন্তা জুড়ে তিন পয়েন্ট অর্জন। আর এই পুরো পয়েন্ট জেতার জন্য আবাহনীর ফরোয়ার্ডদের গোল পেতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রিমিয়ার লিগে সানডে চিজোবা-নাবীব নেওয়াজ জীবন বেশ ভালো ফর্মেই আছেন। সানডের গোল ১০টি ও জীবনের ৯টি। তাই এই দুজনের দিকে তাকিয়ে দলের পর্তুগিজ কোচ। জীবন নিজেও কোচের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত, ‘দলে ইনজুরি সমস্যা আছে। এটা আমাদের মাথায় রাখছি না। আমরা জানি ওরা কীভাবে খেলে। ওদের বিপক্ষে খেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আমরা অনুশীলনে কাজ করেছি। আশা করছি সমর্থকদের ভালো ফল উপহার দিতে পারবো।’

আগের ম্যাচে গোলের সুযোগ মিস হওয়া নিয়ে এই ফরোয়ার্ডের মন্তব্য, ‘আমরা আগের ম্যাচগুলোতে তিন চারটা গোলের সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না।লিগে প্রতি ম্যাচে গোল পাওয়াটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। নিজেদের মাঠে গোল করতে পারবো বলেও আত্মবিশ্বাস আছে। তাই এএফসি কাপের পরবর্তী পর্বে যাওয়ার সুযোগটা আমাদের নিতেই হবে। আমাদের গোল পেতেই হবে।’

অপর দিকে এই ম্যাচকে কঠিন ম্যাচ মনে করছেন চেন্নাইয়ান এফসির মিডফিল্ডার ফ্রান্সিসকো ফারনান্দেজ। তবে ম্যাচকে ঘিরে ভালো প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়ে রাখলেন তিনি, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। কোচের নির্দেশনা ফলো করছি। হয়ত ম্যাচটা কঠিন হবে। কন্ডিশন একই। আমরা সেরাটা দিয়ে জয়ের জন্য চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়