শিরোনাম
◈ প্রস্তাবিত আচরণবিধি: নির্বাচনী প্রচারে নতুন কড়াকড়ি, বিদেশে সভা-সমাবেশ ও পোস্টার নিষিদ্ধ ◈ ভারত ভেঙে ছোট ছোট দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের ◈ আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ ডাকসুতে বাকেরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন ◈ পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও) ◈ ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত: প্রফেসর শ্রী রাধা দত্ত (ভিডিও) ◈ হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ ◈ তালা দিবা, হাতাহাতি করবা তোমরা আর ইলেকশন আমাকে করে দিতে হবে: রাবি ভিসির ক্ষোভ (ভিডিও) ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি 

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা ফটোশুটে উষ্ণতা ছড়াল বাঙালি সুন্দরী

নিউজ ডেস্ক : প্রিয়দর্শিনী চ্যাটার্জির কথা মনে আছে? মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-২০১৬ নির্বাচিত প্রিয়দর্শিনী চ্যাটার্জির কথা? সেই সুন্দরী এখন ঝড় তুলছেন খোলামেলা ফটোশুট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলো তাই জানান দিচ্ছে। প্রিয়দর্শিনী দক্ষিণ ভারতের সেনসেশন৷ দক্ষিণী ছবিতে তিনি অত্যন্ত জনপ্রিয়। তেলেগু, তামিল, মালয়ালাম ইন্ডাস্ট্রিতে তার বেশ কয়েকটা ছবি সুপারহিট। তবে তার জনপ্রিয়তা শুধুই বড়পর্দায় নয়।

সোশ্যাল অ্যাকাউন্টে তার ভক্তের সংখ্যা প্রচুর। প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ তাকে ফলো করেন ইনস্টাগ্রামে। কারণ অবশ্যই তার অমোঘ আকর্ষণ! তার মিষ্টি চাহনি আর স্নিগ্ধ রূপে ব্যাকুল প্রায় গোটা দক্ষিণা যুবক থেকে বুড়ো সব প্রজন্ম। তার এক ইশারায় কাবু পুরো নেট দুনিয়া।

তার শরীর যেন কথা বলে! সেই বলানোটা বেশ ভালোই বোঝেন অভিনেত্রী৷ তাই বিভিন্ন হট ফটোশুটের ছবিতে তিনি ভরিয়ে দেন তার ইনস্টাগ্রাম পোস্ট! ভারতীয় পোশাক হোক বা পাশ্চাত্য পোশাক। সবেতেই সাবলীল তিনি। সব পোশাকেই তাকে মানিয়েও বেশ। যে কোনো পোশাকেই নিজেকে উজাড় করে দিতে তৈরি অভিনেত্রী।

ছবিতে তাকে পছন্দ করেন অনেকেই। তবে এমন বোল্ড অবতারে সুন্দরীতে পছন্দ করবেন না কোন পুরুষ। শুধু পুরুষই বা কেন মেয়েরাই এই স্টাইল শিখতে ব্যস্ত! তার যেকোনো পোস্ট বা রগরগে ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।

প্রিয়দর্শিনী চ্যাটার্জির খোলামেলা এসব ছবিতে রীতিমতো মনভরে ভক্তদের। তার দুঃসাহসিক এই অবতারে বেশ মজাই লুটছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা তার ভক্ত-ফলোয়াররা।

সূত্র : দেশ রূপান্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়