শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত ফর্মে থেকেও নিজেকে জাতীয় দলে দেখছেন না জহুরুল

নিজস্ব প্রতিবেদক : ডিপিএলের চলতি মৌসুমটা স্বপ্নের মতোই কাটাচ্ছেন জহুরুল ইসলাম। নিজের দল আবাহনীকে বারবারই পথ দেখাচ্ছেন জহুরুল। সেই সঙ্গে আবাহনীর ব্যাটিংকে টানছেন প্রায় একা। তবে দারুণ ছন্দে থাকা ওপেনার জহুরুল ইসলাম মনে করেন, এই মুহূর্তে জাতীয় দলের টপ অর্ডারে তার জায়গা নেই।

তাই বিশ্বকাপ দলে থাকার দাবি তুলছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে যতদিন ক্রিকেট খেলবেন ততদিন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন বাংলাদেশের হয়ে ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলা জহুরুল। বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তারা ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করবেন বলেও তিনি আশাবাদী।

গতকালও ডিপিএলে মিরপুরে দলের চরম বিপদে হাল ধরলেন জহুরুল ইসলাম। জহুরুলের অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটিংয়ে হারের চোখ রাঙানি থেকে আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তাতেই মিরপুরে প্রাইম দোলেশ্বরকে চার উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আকাশী-নীলরা।

মিরপুরে বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১২৭ বলে অপরাজিত ৯১ রানের দারুণ এক ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছেন জহুরুল। নয় ম্যাচে আবাহনীর আট জয়ের চারটিরই নায়ক তিনি। চোটের কারণে একটি ম্যাচ খেলতে পারেননি। আট ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮৭ গড়ে সর্বোচ্চ ৫২২ রান করেছেন ৩২ বছর বয়সি ডানহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন জহুরুল ইসলাম। ২০১৩ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। তবে দলে ফেরার আশা ছাড়ছেন না। বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তারা ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করবেন বলেও তিনি আশাবাদী।

‘জাতীয় দলে খেলার স্বপ্ন যতদিন ক্রিকেট খেলব ততদিনই দেখব। আমার জায়গায়, অর্থাৎ টপ অর্ডারে যারা বাংলাদেশের হয়ে খেলছে, আমার মনে হয় ওরাই এই মুহূর্তে দেশের সেরা খেলোয়াড়। কারণ, স্কিলের দিক থেকে ওরা অনেক ভালো। ওরা ভালো করছে। আশা করব ওরা জায়গা মতো পারফর্ম করবে এবং বাংলাদেশকে ম্যাচ জেতাবে।’

ক্যারিয়ারের সেরা সময়টা কি এখনই পার করছেন জহুরুল? তিনি নিজে অবশ্য তা বলতে পারছেন না, ‘এটা সেরা সময়, তা বলা যাবে না। অনেক দিন ক্রিকেট খেলছি, আমার ওপর ক্লাবেরও একটা আশা আছে। অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ ক্রিকেটাররাই আসলে ম্যাচ উইনার হয়। স্বাভাবিকভাবেই মনে হয়, যদি ফর্মে থাকি তাহলে আমাকেই রান করতে হবে। একটা টুর্নামেন্টে সবাই রান করে না, যারা রানে থাকে তাদেরই দায়িত্ব নিতে হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়