শিরোনাম
◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক?

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় বাসদ মাকর্সবাদীর বিক্ষোভ মিছিল সমাবেশ

রফিকুল ইসলাম: চকবাজার ট্রাজেডিতে নিহতদের পরিবারকে উপর্যুক্ত ক্ষতিপূরণ, আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা প্রদান এবং অগ্নিকান্ডের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব শহরের ১নং রেলগেটে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের দায়িত্বহীনতার কারণে চকবাজারে অগ্নিকান্ড হয়েছে। ইতিপূর্বে নিমতলী অগ্নিকান্ডে শতাধিক মানুষ নিহত হওয়ার পর দাবি উঠেছিল পুরান ঢাকা থেকে কেমিকেল গোডাউন অন্যত্র সরিয়ে নিতে হবে। তদন্ত কমিটিও গোডাউন সরানোসহ বেশকিছু সুপারিশ করেছিল। কিন্তু সরকার মানুষের দাবী এবং তদন্ত কমিটির সুপারিশ কোনটাই বাস্তবায়ন করেনি। ফলে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। নেতৃবৃন্দ দায়িত্ব অবহেলার কারণে সরকারের সংশি¬ষ্ট দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা প্রদানের দাবি জানান।

তারা পুরান ঢাকা থেকে সকল প্রকার দাহ্য কেমিকেল গোডাউন ও প্লাষ্টিক কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়