সাদ্দাম হোসেন: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নৈশ্য কোচের ধাক্কায় ইদ্রিস আলী (৫৪) নামে এক বৃদ্ধের প্রাণ গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাণীশংকলৈ-বালিয়াডাঙ্গী সড়কের বোয়ালধার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করছেনে বালয়িাডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।
নিহত ইদ্রশি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বোয়ালধার গ্রামে মংলু মোহাস্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, নেকমরদ থেকে ঢাকাগামী একটি নৈশ্য কোচ বালয়িাডাঙ্গীর দিকে আসার পথে বোয়ালধার নামক স্থানে পথচারী ইদ্রশি কে ধাক্কা দিলে ঘটনাস্থলইে তার মৃত্যু হয়।
ওসি মোসাব্বরেুল বলেন ঘাতক নৈশ্য কোচটি আটক করা সম্ভব হয়নি।