শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ৫ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন মনোনয়ন পত্র দাখিল

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চার জন আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী ও ১জন বিএনপি নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে মাঠে নেমেছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত অরুনাংশু দত্ত টিটো, জাপা’র রাজিউর রেজা স্বপন চৌধুরী, ওয়াকার্সার পাটির গোলাম সারোয়ার সম্রাট, ইসলামী ঐক্য জোটের রফিকুল ইসলাম, রাজিউল ইসলাম ও জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সফির উদ্দীন দুলাল, ফরহাদ আহম্মেদ চৌধুরী, কামরুজ্জামান সুনাম, আব্দুর রশীদ, নূরুজ্জামান, রুবেল ইসলাম ও আব্দুল কাদের। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমান আরা বন্যা, মাসহুরা বেগম ও শাহনাজ পারুল।

পীরগঞ্জ উপজেলায় চেয়াম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জাতীয় পাটির স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ ইসাহাক আলী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ আক্তারুল ইসলাম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান রাজেন চন্দ্র রায়, জাসদ মনোনীত প্রার্থী গীতিগমন রায়, এন পিপি মনোনীত প্রার্থী আলমগীর কবীর, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী সুকমল বিশ্বাস।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, হাফেজ মো. নুরুজ্জামান, সাহেব আলী, সুকুমার রায়, আশরাফ আলী বাদসা, ইত্তেশাম-উল হক মিম, তানভীর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভারতী রানী ও ফেরদৌসী বেগম মনোনয়ন পত্র জমাদেন।

হরিপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোয়নপত্র দাখিল করেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল এবং আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী একেএম শামীম ফেরদৌস টগর।

এছাড়াও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন, এ্যাডঃ মোজাফফার আহম্মদ মানিক, আব্দুল কাইয়ুম পুষ্প, অধ্যক্ষ রিয়াজুল ইসলাম সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেন, জেসমিন আক্তার শিখা, সাবানা, মোকারমা মিউলী, মোতাহারা পারভীন সুমি।

রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে উপজেলা সভাপতি সইদুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না, জাতীয় পার্টির আখতারুল ইসলাম ওরফে সালমান শাহ, চাষী এনামুল হক। ভাইস চেয়ারম্যান পদে বাবর আলী মাষ্টার, দিগেন্দ্র নাথ রায়,রুস্তম আলী, সোহেল রানা, তোফাজ্জল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেফালী বেগম, মাহফুজা বেগম পুতুল এবং ফরিদা ইয়াসমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ ।

এ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সফিকুল ইসলাম ও তার ভাইয়ের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আসলাম জুয়েল এবং আওয়ামী লীগ সমর্থীত পাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বুলবুল মনোনয়পত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে-স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, যুবলীগের সভাপতি মো. মাজেদুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী মিঞা, ছাত্রলীগের যুগ্নসম্পাদক মো. আরজু লিটন, বড়পলাশবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন মিয়া, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান ও হরিণমারীর কামরুজ্জামান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সিমা আক্তার, আলেয়া মজিবর, জুলিয়া তাসনিন ও মিনা আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযমের নিকট সকল প্রার্থীগণ এ মনোনয়ন পত্র জমা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়