শিরোনাম
◈ আ. লীগ নেতার ভাগ্নের ব্যবসা নিয়ে এনসিপি নেত্রীর দরকষাকষির অডিও ফাঁস ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল একাডেমী কতৃক সম্মাননায় ভুসিত হলেন ফরিদা পারভীন

সাইফুল বাতেন টিটো: নজরুল একাডেমী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নজরুল একাডেমী প্রতিষ্ঠার ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর পঞ্চম দিনে দেশের কিংবদন্তী লালন শিল্পী ফরিদা পারভিনকে সম্মাননায় ভুসিত করা হয়।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া শিল্পী মুস্তফা জামান আব্বাসী। একাডেমীর সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান অনুষ্ঠানের শুরুতে তার স্বাগত বক্তব্যে বলেন শুধু বাংলাদেশের নয় বলতে গেলে সারা পৃথিবীর অন্যতম ফোক শিল্পী ও লালনের গানের ধারক বাহক ফরিদা পারভিনকে সম্মাননায় ভুসিত করতে পেরে নজরুল একাডেমী গর্ব বোধ করছে। অনুষ্ঠানে মুস্তফা জামান আব্বাসী ফরিদা পারভীনকে মূল্যায়ন করতে গিয়ে বলেন আমার দেখা এক বিস্ময়কর প্রতিভা এই ফরিদা পারভীন। আমারা শ্রোতারা অনেক ভাগ্যবান যে আমরা ফরিদা পারভীনের মতো একজন শিল্পী পেয়েছি। পুরস্কার পাওয়ার অনুভুতি জানাতে গিয়ে ফরিদা পারভীন বলেন আমার আগেও অনেক গুনি শিল্পীকে সম্মাননা দিয়েছে নজরুল একাডেমী। সেই সম্মাননা আমাকে জানানো হচ্ছে আমার তো ভালো লাগছেই। আর আমিও অনেক প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছি, কিন্তু নজরুল একাডেমীর সম্মননাটা আমার কাছে একদম অন্যরকম। আমি লালন শিল্পী বটে তবে নজরুল আমার হৃদয়ে থাকেন সব সময়। অনুষ্ঠানে একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান বলেন ‘আমরা নজরুল একাডেমী আজ থেকে ফরিদা পারভীনকে লালন সম্রাজ্ঞী উপাধি দিলাম। ফরিদা পারভীন আজ থেকে লালন সম্রাজ্ঞী । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের অনেক ফোক শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে মুস্তফা জামান আব্বাসী ও ফরিদা পারভীন ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, বদরুননেছা ডালিয়া, আঞ্জুমান আরা শিমুল, ওবায়েদুর রহমান, শারমিন জাহান, নওশের কাদরী, মাজহারুল ইসলাম তালাশ, রফিকুল ইসলাম, অদিতি মহসিন, সেহেলী জাহান প্রমুখ।

উল্লেখ্য নজরুল একাডেমী ২০০৪ সাল থেকে এই সম্মাননা প্রদান চালু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়