শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল একাডেমী কতৃক সম্মাননায় ভুসিত হলেন ফরিদা পারভীন

সাইফুল বাতেন টিটো: নজরুল একাডেমী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নজরুল একাডেমী প্রতিষ্ঠার ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর পঞ্চম দিনে দেশের কিংবদন্তী লালন শিল্পী ফরিদা পারভিনকে সম্মাননায় ভুসিত করা হয়।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া শিল্পী মুস্তফা জামান আব্বাসী। একাডেমীর সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান অনুষ্ঠানের শুরুতে তার স্বাগত বক্তব্যে বলেন শুধু বাংলাদেশের নয় বলতে গেলে সারা পৃথিবীর অন্যতম ফোক শিল্পী ও লালনের গানের ধারক বাহক ফরিদা পারভিনকে সম্মাননায় ভুসিত করতে পেরে নজরুল একাডেমী গর্ব বোধ করছে। অনুষ্ঠানে মুস্তফা জামান আব্বাসী ফরিদা পারভীনকে মূল্যায়ন করতে গিয়ে বলেন আমার দেখা এক বিস্ময়কর প্রতিভা এই ফরিদা পারভীন। আমারা শ্রোতারা অনেক ভাগ্যবান যে আমরা ফরিদা পারভীনের মতো একজন শিল্পী পেয়েছি। পুরস্কার পাওয়ার অনুভুতি জানাতে গিয়ে ফরিদা পারভীন বলেন আমার আগেও অনেক গুনি শিল্পীকে সম্মাননা দিয়েছে নজরুল একাডেমী। সেই সম্মাননা আমাকে জানানো হচ্ছে আমার তো ভালো লাগছেই। আর আমিও অনেক প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছি, কিন্তু নজরুল একাডেমীর সম্মননাটা আমার কাছে একদম অন্যরকম। আমি লালন শিল্পী বটে তবে নজরুল আমার হৃদয়ে থাকেন সব সময়। অনুষ্ঠানে একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান বলেন ‘আমরা নজরুল একাডেমী আজ থেকে ফরিদা পারভীনকে লালন সম্রাজ্ঞী উপাধি দিলাম। ফরিদা পারভীন আজ থেকে লালন সম্রাজ্ঞী । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের অনেক ফোক শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে মুস্তফা জামান আব্বাসী ও ফরিদা পারভীন ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, বদরুননেছা ডালিয়া, আঞ্জুমান আরা শিমুল, ওবায়েদুর রহমান, শারমিন জাহান, নওশের কাদরী, মাজহারুল ইসলাম তালাশ, রফিকুল ইসলাম, অদিতি মহসিন, সেহেলী জাহান প্রমুখ।

উল্লেখ্য নজরুল একাডেমী ২০০৪ সাল থেকে এই সম্মাননা প্রদান চালু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়