শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল একাডেমী কতৃক সম্মাননায় ভুসিত হলেন ফরিদা পারভীন

সাইফুল বাতেন টিটো: নজরুল একাডেমী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নজরুল একাডেমী প্রতিষ্ঠার ৫০ বর্ষ পূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক উৎসব ২০১৯ এর পঞ্চম দিনে দেশের কিংবদন্তী লালন শিল্পী ফরিদা পারভিনকে সম্মাননায় ভুসিত করা হয়।

অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াইয়া শিল্পী মুস্তফা জামান আব্বাসী। একাডেমীর সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান অনুষ্ঠানের শুরুতে তার স্বাগত বক্তব্যে বলেন শুধু বাংলাদেশের নয় বলতে গেলে সারা পৃথিবীর অন্যতম ফোক শিল্পী ও লালনের গানের ধারক বাহক ফরিদা পারভিনকে সম্মাননায় ভুসিত করতে পেরে নজরুল একাডেমী গর্ব বোধ করছে। অনুষ্ঠানে মুস্তফা জামান আব্বাসী ফরিদা পারভীনকে মূল্যায়ন করতে গিয়ে বলেন আমার দেখা এক বিস্ময়কর প্রতিভা এই ফরিদা পারভীন। আমারা শ্রোতারা অনেক ভাগ্যবান যে আমরা ফরিদা পারভীনের মতো একজন শিল্পী পেয়েছি। পুরস্কার পাওয়ার অনুভুতি জানাতে গিয়ে ফরিদা পারভীন বলেন আমার আগেও অনেক গুনি শিল্পীকে সম্মাননা দিয়েছে নজরুল একাডেমী। সেই সম্মাননা আমাকে জানানো হচ্ছে আমার তো ভালো লাগছেই। আর আমিও অনেক প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেয়েছি, কিন্তু নজরুল একাডেমীর সম্মননাটা আমার কাছে একদম অন্যরকম। আমি লালন শিল্পী বটে তবে নজরুল আমার হৃদয়ে থাকেন সব সময়। অনুষ্ঠানে একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান বলেন ‘আমরা নজরুল একাডেমী আজ থেকে ফরিদা পারভীনকে লালন সম্রাজ্ঞী উপাধি দিলাম। ফরিদা পারভীন আজ থেকে লালন সম্রাজ্ঞী । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের অনেক ফোক শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে মুস্তফা জামান আব্বাসী ও ফরিদা পারভীন ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন ীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, বদরুননেছা ডালিয়া, আঞ্জুমান আরা শিমুল, ওবায়েদুর রহমান, শারমিন জাহান, নওশের কাদরী, মাজহারুল ইসলাম তালাশ, রফিকুল ইসলাম, অদিতি মহসিন, সেহেলী জাহান প্রমুখ।

উল্লেখ্য নজরুল একাডেমী ২০০৪ সাল থেকে এই সম্মাননা প্রদান চালু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়