শিরোনাম
◈ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবিরোধী কর্মকাণ্ড হবে না: দিল্লিতে ঢাকার রাষ্ট্রদূত ◈ আবারও ভাঙলো জাতীয় পার্টি ◈ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে মামলা কর‌তে যা‌চ্ছে 'জা‌স্টিস ফর প্লেয়ার্স' ◈ নামজারি প্রক্রিয়ায় দেরি সহ্য নয়, সময় বেধে দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কড়া বার্তা ◈ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় ড. ইউনূসের পাশে থাকা কে এই তরুণী! ◈ প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে ◈ সাংবাদিকদের দলীয় কর্মী নয়, মানুষের কণ্ঠস্বর হতে হবে : আমীর খসরু মাহমুদ  ◈ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফরিদপুরে মধুমতী তীর রক্ষা বাঁধে ধস ◈ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে: কাপাসিয়ায় আনন্দ মিছিলেই যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক গড়ের চাইতেও বেশি বাংলাদেশের কর্মসংস্থানের হার : আইএলও

নূর মাজিদ : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তা বৈশ্বিক গড়ের চাইতেও বেশি। এই অঞ্চলের দেশগুলোর সরকারের প্রণীত সামজিক নিরাপত্তা কর্মসূচীর কারণে আগামী করেক বছরও এই উন্নতি বজায় থাকবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে একথা জানানো হয়। দ্য এক্সপ্রেস, নিউজ ওয়ার্ল্ড

আইএলও বলছে, বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ার কর্মসংস্থান বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। তবে বৈশ্বিক বেকারত্বের হার ৫ দশমিক ৬ শতাংশ। সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টির দিক থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলো। আইএলও’র বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইএলও বলেছে, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র দূরীকরণে সরকারের নেয়া পদক্ষেপের সুফল ভোগ করছে বাংলাদেশ। পক্ষান্তরে উচ্চ দারিদ্রতার হার স¤পন্ন অনেক দেশে এমন সরকারি পদক্ষেপ নেই। তবে একইসঙ্গে বৈশ্বিক শ্রম পর্যবেক্ষক সংস্থাটি বাংলাদেশের নতুন কর্মসংস্থানের মান নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি জানায়, নানা সামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক কারণে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী কৃষিভিত্তিক পেশা ছাড়তে বাধ্য হয়েছেন, পক্ষান্তরে তারা যেসব নতুন চাকরি পাচ্ছেন তার কোন আর্থ-সামাজিক নিরাপত্তা বলয় নেই। বিশেষ করে, অধিকাংশ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের নিশ্চয়তা, লিখিত নিয়োগপত্র এবং স্থির আয়ের ব্যবস্থা নেই বলে সতর্ক করেছে আইএলও।

বিশ্ব শ্রম সংস্থার বাংলাদেশ শাখার পরিচালক তোমো পৌতিনেন বলেন, এই অঞ্চলের অনেক দেশের মতোই বাংলাদেশেও চাকরির অনিশ্চয়তা কর্ম পরিবেশ উন্নয়নে অন্যতম প্রধান অন্তরায়। এছাড়াও, শিশুশ্রম এবং নারী ও পুরুষ শ্রমিকের আয়ের ক্ষেত্রে বৈষম্য এই অবস্থার পেছনে নেতিবাচক অবদান রাখছে। ২০৩০ সালের স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি পূরণে বাংলাদেশকে এখন থেকেই শ্রমিকদের নিরপত্তা, প্রশিক্ষন এবং স্বাস্থ্যসুরক্ষায় জোর পদক্ষেপ নিতে হবে বলেই তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়